Thursday, August 21, 2025

গোটা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে বিভিন্ন জায়গায় পালিত হল আদিবাসী দিবস। আদিবাসী দিবসে বিরসা মুন্ডার মূর্তির আবরণ উন্মোচন হলো ওদলাবাড়িতে। সোমবার শিলিগুড়ি -জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির উদ্যোগে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ওদলাবাড়ি চৌরাস্তার মোড়ে মূর্তির উন্মোচন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক। এদিন অনুষ্ঠানে মন্ত্রী বুলুচিক বরাইক তাঁর বক্তব্যে বিরসা মুন্ডার জীবন কাহিনী তুলে ধরেন। এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন জানান, স্বাধীনতা সংগ্রামে বীর বিরসা মুন্ডার আত্মবলিদান শুধুমাত্র আদিবাসী সমাজই নয়, সমগ্র দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে চিরাচরিত আদিবাসী প্রথায় মন্ত্রী বুলুচিক বরাইক সহ অতিথিদের বরণ করে নেওয়া হয়। বিশেষ পুজো পাঠের পর মূর্তির আবরণ উন্মোচন করা হয়। জানা গিয়েছে, বিরসা মুন্ডার আরও দুটি পূর্ণাবয়ব মূর্তিও এদিন রাঙামাটি চা বাগান এবং গুরজংঝোড়া চা বাগানে উন্মোচন করা হয়েছে, এসজেডিএ-র উদ্যোগে। প্রত্যেকটি মূর্তিতে প্রায় ৫ লক্ষ টাকা খরচ করা হয়েছে জানা গেছে। মূর্তিগুলি জলপাইগুড়ির শিল্পী বিশ্বজিৎ ঘোষের তৈরি বলে জানা যায়।

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version