Sunday, November 2, 2025

নিজেকে প্রকৃত কাশ্মীরি দাবি, পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে কেন্দ্রকে তোপ রাহুলের

Date:

কাশ্মীরে গিয়ে চেনা ছন্দে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ করলেন রাহুল গান্ধী। কাশ্মীরে হামলার মাধ্যমে সারা দেশের উপরে হামলা চালানো হচ্ছে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। একের পর এক অনৈতিক কাজ করে চলেছে কেন্দ্র। কিন্তু সংসদে জনপ্রতিনিধিদের মুখ বন্ধ করে রাখা হচ্ছে। সরাসরি অভিযোগ রহুলের।

আরও পড়ুন- আসন্ন আইপিএলের দ্বিতীয় পর্বে বেশ কিছু পরিবর্তন আনছে বিসিসিআই
তিনি আরও বলেছেন, অবিলম্বে কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। রাজ্য জুড়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করে সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আসলে ‘আমি তোমাদেরই লোক’- এটাই প্রমাণ করতে চান রাজনৈতিক ব্যক্তিত্বেরা। এই অবস্থায় শ্রীনগরে গিয়ে নিজেকে কাশ্মীরি প্রমাণে মরিয়া হয়ে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ধর্মীয় পরিচয় ভুলে শুধুমাত্র কাশ্মীরি হতে মন্দির-মসজিদেও গেলেন তিনি।
দু’ দিনের সফরে কাশ্মীরে গিয়েছেন রাহুল গান্ধী। সেই সফরে মঙ্গলবার প্রথমে কাশ্মীরের গান্দেরবাল জেলার মাতাক্ষীর ভবানীর মন্দিরে যান তিনি। সেখানে নিয়ম মেনে পুজো করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ।

সেখান থেকে শ্রীনগরের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী হজরতবাল মসজিদে যান রাহুল। সেখান থেকে বেরিয়ে জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেসের কার্যালয় উদ্বোধন করতে উপস্থিত হন।
রহুল গান্ধী বলেছেন, এখন আমি এবং আমার পরিবার দিল্লিতে থাকি। তার আগে আমরা এলাহাবাদে থাকতাম। তারও আগে আমাদের নিবাস ছিল এই কাশ্মীর। সেই কারণে আমি প্রকৃত কাশ্মীরি। আমার মধ্যে কাশ্মীরিয়াত পরিপূর্ণ রয়েছে। সৌভাতৃত্ব আমাদের মূল বৈশিষ্ট । সেই কারণে আমায় কখনও হিংসা বা ঘৃণা ছড়াতে দেখবেন না।”

 

 

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version