Sunday, August 24, 2025

নিজেকে প্রকৃত কাশ্মীরি দাবি, পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে কেন্দ্রকে তোপ রাহুলের

Date:

কাশ্মীরে গিয়ে চেনা ছন্দে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ করলেন রাহুল গান্ধী। কাশ্মীরে হামলার মাধ্যমে সারা দেশের উপরে হামলা চালানো হচ্ছে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। একের পর এক অনৈতিক কাজ করে চলেছে কেন্দ্র। কিন্তু সংসদে জনপ্রতিনিধিদের মুখ বন্ধ করে রাখা হচ্ছে। সরাসরি অভিযোগ রহুলের।

আরও পড়ুন- আসন্ন আইপিএলের দ্বিতীয় পর্বে বেশ কিছু পরিবর্তন আনছে বিসিসিআই
তিনি আরও বলেছেন, অবিলম্বে কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। রাজ্য জুড়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করে সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আসলে ‘আমি তোমাদেরই লোক’- এটাই প্রমাণ করতে চান রাজনৈতিক ব্যক্তিত্বেরা। এই অবস্থায় শ্রীনগরে গিয়ে নিজেকে কাশ্মীরি প্রমাণে মরিয়া হয়ে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ধর্মীয় পরিচয় ভুলে শুধুমাত্র কাশ্মীরি হতে মন্দির-মসজিদেও গেলেন তিনি।
দু’ দিনের সফরে কাশ্মীরে গিয়েছেন রাহুল গান্ধী। সেই সফরে মঙ্গলবার প্রথমে কাশ্মীরের গান্দেরবাল জেলার মাতাক্ষীর ভবানীর মন্দিরে যান তিনি। সেখানে নিয়ম মেনে পুজো করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ।

সেখান থেকে শ্রীনগরের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী হজরতবাল মসজিদে যান রাহুল। সেখান থেকে বেরিয়ে জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেসের কার্যালয় উদ্বোধন করতে উপস্থিত হন।
রহুল গান্ধী বলেছেন, এখন আমি এবং আমার পরিবার দিল্লিতে থাকি। তার আগে আমরা এলাহাবাদে থাকতাম। তারও আগে আমাদের নিবাস ছিল এই কাশ্মীর। সেই কারণে আমি প্রকৃত কাশ্মীরি। আমার মধ্যে কাশ্মীরিয়াত পরিপূর্ণ রয়েছে। সৌভাতৃত্ব আমাদের মূল বৈশিষ্ট । সেই কারণে আমায় কখনও হিংসা বা ঘৃণা ছড়াতে দেখবেন না।”

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version