Thursday, August 21, 2025

অক্সিজেনের অভাবে কয়েকজন কোভিড রোগীর মৃত্যু, স্বীকার কেন্দ্রের

Date:

চলতি বছর এপ্রিল-মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। একাধিক বেসরকারি হাসপাতালে অক্সিজেন সঙ্কট চরমে ওঠে৷ অক্সিজেনের অভাবে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসতে থাকে৷ এতদিন এইভাবে মৃত্যু নিয়ে চুপ ছিল কেন্দ্র৷ অবশেষে অক্সিজেন সঙ্কটের জেরে মৃত্যুর কথা সংসদে স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ জানিয়েছে, দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের অভাবে অন্ধ্রপ্রদেশে কয়েকজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে৷
গত ৯ অগস্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী এক প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানান, ভেন্টিলেটরে চিকিৎসা চলাকালীন অন্ধপ্রদেশে কয়েকজন কোভিড রোগী মারা যান৷ অন্ধ্রের এসভিআরআর হাসপাতালে চিকিৎসা চলছিল তাদের৷ গত ১০ মে অক্সিজেনের অভাবে ভেন্টিলেটরে মারা যান তাঁরা৷ তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা জানায়নি কেন্দ্র৷
বিরোধীদের অভিযোগ, অক্সিজেনের অভাবে দেশে কতজন মানুষের মৃত্যু হয়েছে সেই সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রের কাছে নেই৷ তাই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে তা জানতে চেয়েছে কেন্দ্র৷ এখনও পর্যন্ত অরুণাচল প্রদেশ, অসম, ওড়িশা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পাঞ্জাব কেন্দ্রকে চিঠি দিয়ে তাদের উত্তর পাঠিয়েছে৷

আরও পড়ুন- হুগো বৌমাস এবং জনি কাউকো আসায় দলে শক্তি বেড়েছে, বললেন হাবাস
জানা গিয়েছে , এখনও পর্যন্ত যা উত্তর এসেছে কেন্দ্রের কাছে তাতে অক্সিজেনের অভাবে মৃত্যুর কথা জানায়নি কোনও রাজ্য৷

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version