জল্পনার অবসান, পিএসজিতে সই করলেন লিওনেল মেসি

জল্পনার অবসান। আগামী দু’বছরের জন‍্য পিএসজিতে( psg) সই করলেন লিওনেল মেসি( messi)। মঙ্গলবার রাতে সরকারিভাবে ঘোষণা করল পিএসজি।

এদিন পিএসজির পক্ষ থেকে টুইট করে বলা হয়,” মেসি পিএসজির নতুন খেলোয়াড়। মেসিকে স্বাগত।” তবে বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পড়লেও, প‍্যারিস সেন্ট জ‍্যার্মাইনে ৩০ নম্বর জার্সি পড়ে খেলবেন।

মঙ্গলবার থেকেই ফ্রান্সে ছিল মেসি ভক্তদের ভিড়। বিকেলেই প‍্যারিসে পৌঁছে যায় মেডিকেল টেস্ট করাত। তারপরই সরকারি ভাবে ঘোষণা করা হয় মেসির পিএজিতে যোগ দেওয়া।

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সঙ্গে বিচ্ছেদ হয় মেসির। এরপর গত রবিবার ক্যাম্প ন্যুয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চোখের জলে ক্লাবকে বিদায় জানান আর্জেন্তাইন সুপারস্টার। এরপর থেকেই শুরু হয় তার পরবর্তী ঠিকানা হিসেবে পিএসজির নাম। শেষমেশ মঙ্গলবার রাতে তা সীলমোহর পড়ল।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস