Tuesday, August 26, 2025

বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ আজ ও কাল দক্ষিণবঙ্গে (south bengal)মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের (chances of heavy Rainfall) সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (alipore weather office)। সেইসঙ্গে জানা গিয়েছে যে উত্তরবঙ্গজুড়ে (northbengal) আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা। ফলে আজ থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

 

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার অবস্থান বদল হয়েছে। দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে এবার হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। আর সেই অক্ষরেখা এখন বিহারের পাটনা থেকে অসম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে । ফলে এই অক্ষরেখার প্রভাবে শুধু যে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হবে তা নয় , সংশ্লিষ্ট রাজ্যগুলিতেও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গ সহ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে।

 

তাই আজ থেকে রবিবার পর্যন্ত অতিবৃষ্টির সর্তকতা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। বাড়বে নদীর জল স্তর। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে।

 

পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। এই জেলাগুলিতে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে। প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে । কিন্তু যেহেতু এখন বর্ষার মরশুম চলছে ,তাই স্থানীয়ভাবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

 

 

Related articles

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...
Exit mobile version