Tuesday, November 11, 2025

বিপ্লবের রাজ্যেও এবার ‘খেলা হবে দিবস’, জোর প্রস্তুতি তৃণমূলের

Date:

একুশের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মোদি- শাহের অশ্বমেধের ঘোড়াকে থামিয়ে দিয়ে বিপুল জয়ের সঙ্গেই তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী(chief minister) হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এরপরই আগামী ১৬ ই আগস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালনের ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু পশ্চিমবঙ্গ নয় প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও(Tripura) খেলা হবে দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল(TMC)। ঠিক হয়েছে, ১৬ আগস্ট ফের একবার ত্রিপুরা যাবেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তরা।

তৃণমূল সূত্রের খবর, বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে ১৬ অগস্ট খেলা হবে দিবস পালনের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে ওইদিন ফের ত্রিপুরায় যাবেন গত শনিবার ত্রিপুরায় বিজেপি দ্বারা আক্রান্ত হওয়া দেবাংশু- সুদীপ- জয়ারা। ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবসের আনুষ্ঠানিক সূচনায় থাকবেন তৃণমূলের এই সকল যুব নেতৃত্ব। এই অনুষ্ঠান পালনের জন্য ইতিমধ্যেই ত্রিপুরার রাজ্য তৃণমূল নেতৃত্ব কাজ শুরু করে দিয়েছে।

আরও পড়ুন:সুদীপদের দেখতে হাসপাতালে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা

উল্লেখ্য, গত শনিবার ত্রিপুরা সফরে গিয়ে বিজেপির দ্বারা আক্রান্ত হয়েছিলেন দেবাংশু, সুদীপ, জয়ারা। আক্রান্ত হওয়ার পর এই ১৪জন তৃণমূল নেতৃত্বকে মহামারী আইনের অপব্যবহার করে গ্রেফতার করে পুলিশ। যদিও সন্ধ্যাতেই জামিন পেয়ে যান সকলেই। হদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ বিমানে কলকাতায় ফেরার এই ১৪ জনকে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ত্রিপুরার খেলায় তৃণমূল ইতিমধ্যেই এক গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছে।

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version