Monday, December 1, 2025

খেলবে বাংলার মানুষ, সাইড লাইনে বসে দেখবে শুভেন্দু! কটাক্ষ ফিরহাদের

Date:

১৬ আগস্ট (16th August) রাজ্যজুড়ে খেলা হবে দিবস (Khela Hobe Dibas) পালিত হবে রাজ্য সরকারের উদ্যোগে। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় রাজ্যের সমস্ত জেলা, ব্লক, ক্লাবে ক্লাবে ওইদিন ফুটবল-সহ আরও অনেক খেলার আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে আজ বৃহস্পতিবার কলকাতা পুরসভার (KMC) ফুটবল (Football) বিতরণ করলেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ছিলেন প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য দেবাশিস কুমার (Debasish Kumar)। যিনি কলকাতা পুরসভার খেলা সংক্রান্ত দায়িত্বে আছেন। এছাড়াও ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।

এদিন মূলত কলকাতা পৌরসভার অন্তর্গত ১৪৪ টি ওয়ার্ডের কো-অর্ডিনেটর ও বোরো চেয়ারম্যানদের হাতে এই ফুটবল তুলে দেওয়া হয়। মূলত, রাজ্য সরকারের তত্ত্বাবধানে তৈরি হয়নি তুলে দেওয়া হয় তাদের হাতে। বিভিন্ন ক্লাব ওইদিন খেলায় অংশ নেবে। করোনা বিধি মেনেই খেলা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। বন্ধ থাকা পার্কগুলো স্যানিটাইজার করে ওইদিন খুলে দেওয়া হবে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি নিজেও খেলা হবে দিবসে খেলতে নামবেন। নবাব আলী পার্কে খেলবেন ফিরহাদ হাকিম। দেবাশীষ কুমার খেলতে নামবেন দেশপ্রিয় পার্কে।

এদিন বিজেপিকেও (BJP) কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) খেলা হবে দিবসে আপত্তি জানানোয় ফিরহাদ হাকিম বলেন, ” বিজেপি আসলে ২ মে-এর ম্যাচে গোহারা হেরেছে। সেটা এখনও হজম করতে পারেনি শুভেন্দু। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন এই বাংলায় ভালো-মন্দ বোঝার জন্য। শুভেন্দু অধিকারীকে নয়। ও বাচ্চা ছেলে। খেলার বিষয় বেশি কথা না বলে সাইড লাইনে বসে যাওয়া উচিত। আর নতুন পাল্টি খেয়েছে তো, নতুন বিজেপি করছে তো, তাই বেশি লাফালাফি করছে।” ১৬ আগস্ট খেলা হবে দিবস উদযাপন নিয়ে আপত্তি জানিয়ে টুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “রাজ্যপাল নিজের চাকরি আর চেয়ার বাঁচাতে এমন আচরণ করছেন। উনি বিজেপির লোক বলেই বিজেপির ভাষায় কথা বলছেন।”

 

Related articles

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...

উচ্চ মাধ্যমিকে ১২ পাতার মধ্যেই উত্তর বাধ্যতামূলক, নয়া নির্দেশ জারি সংসদের

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে শিক্ষার্থীরা...

উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতে হবে! এসআইআর আবহে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যের জেলা প্রশাসনের উপর এসআইআর প্রক্রিয়ার কারণে অতিরিক্ত চাপ থাকলেও উন্নয়নমূলক কাজ থেমে যাবে না, স্পষ্ট জানিয়ে দিলেন...

মোহনবাগান অনুশীলনে নেই দুই বিদেশি, কবে আসছেন লোবেরা?

লম্বা বিরতি কাটিয়ে সোমবার থেকে শুরু হল মোহনবাগানের(Mohun bagan) অনুশীলন। ৩১ অক্টোবর শেষ ম্যাচ খেলেছিল মোহনবাগান, তারপর থেকে...
Exit mobile version