Sunday, May 4, 2025

দিনের আলো ফুটতেই অবশেষে খোঁজ মিলল ধসে নিখোঁজ হয়ে যাওয়া বাসের অর্ধেক অংশের। উদ্ধারকারী দলের আশঙ্কা মতোই তা ৫০০ মিটার নীচে খাদে আটকে রয়েছে। শেষ খবর পাওয়া অবধি, এখনও অবধি মোট ১৩টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩০ থেকে ৪০ জন।

রাতে উদ্ধারকাজ শেষের পর ভোর হতেই ফের শুরু হয়ে যায় উদ্ধারকার্য। সেই সময়ই রাস্তা থেকে ৫০০ মিটার নীচে ও সুতলেজ নদী থেকে ২০০ মিটার উপরে আটকে থাকতে দেখা যায় বাসের অর্ধেক অংশ। বাসটি নীচে পড়ে যাওয়া এবং তার উপর প্রচুর সংখ্যক বোল্ডার এসে পড়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। ওই বাসের ভিতর আটকে থাকা যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনাও কম বলে মনে করছেন উদ্ধারকারী দল।
বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ হিমাচলের কিন্নর জেলার নেইগাল সারিতে ধস নামে।সেই সময় ওই পথ ধরে যাচ্ছিল হিমাচল প্রদেশ ট্যুরিজমের একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি ছোট গাড়ি। পাথরের ধাক্কায় বাস থেকে চালক ছিটকে পড়ে যান। গতকাল দুপুর থেকেই উদ্ধারকার্যে নামে সেনা বাহিনী, বিপর্যয় মোকাবিলা দফতর ও আইটিবিপির জওয়ানরা। একে একে উদ্ধার হয় ১১টি দেহ।রাতেও চলে উদ্ধারের কাজ। ড্রোন দিয়ে ঘটনাস্থল নজরে রাখা হচ্ছিল বলে সেনাবাহিনীর আধিকারিকরা জানান।এমনকি বিকল্প রাস্তা তৈরি করে উদ্ধারের চেষ্টা চালানো হয়। পরে এ দিন সকালে আরও একটি দেহ উদ্ধার হয়। এই নিয়ে মোট ১৩টি দেহ উদ্ধার হয়েছে।


Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘ মূল্য ধরে নেবেন ‘

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version