Monday, August 25, 2025

“যাঁরা আক্রান্ত, তাঁদেরই গ্রেফতার করা হয়েছে। বাইরে থেকে কেউ গেলেই তাঁদের গ্রেফতারির মুখে পড়ছে। থানায় অভিযোগ লেখাতে গেলে তাদের নামে মামলা হচ্ছে। আমরা পিছু হঠব না, লড়াই ছাড়ব না।” বৃহস্পতিবার, এসএসকেএম-এ জয়া দত্ত (Jaya Dutta), সুদীপ রাহাদের (Sudip Raha) দেখে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল (Tmc) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সময় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)।

ত্রিপুরায় তৃণমূলের উপর পুলিশি জুলুম অব্যাহত। এদিন সকালেও তৃণমূল নেতাদের গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে এদিন ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিশানা করেন মমতা। তিনি বলেন ত্রিপুরায় একটা “বর্বর সরকার” চলছে। বিজেপির একজনকেও ভোট দেওয়া উচিৎ নয়। সংবাদমাধ্যমকেও মুখ খুলতে দেওয়া হচ্ছে না। সেদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে পান না। এখন জাতীয় মানবাধিকার কমিশন কোথায়? প্রশ্ন তোলেন মমতা।

ত্রিপুরা এখন পাখির চোখ তৃণমূলের। সোমবার, এসএসকেএম-এ সুদীপ রাহা, জয়া দত্তদের দেখতে গিয়ে মমতা বুঝিয়ে দিয়েছিলেন এবার লক্ষ্য ত্রিপুরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “ত্রিপুরাতেও রংবদল হবে, দিল্লিতেও হবে”।

আরও পড়ুন- ফিফা র‍্যাঙ্কিং-এ একই জায়গায় রইল ভারতীয় দল, শীর্ষে রইল বেলজিয়াম

মুখ্যমন্ত্রী বলেন, “এ রাজ্য আইন আছে। কিন্তু আমরা তার অপপ্রয়োগ করি না এটা মনে রাখা উচিত”। তিনি জানান, জয়া দত্তকে বৃহস্পতিবারই এসএসকেএম থেকে দেওয়া হচ্ছে।

এর আগে এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে ত্রিপুরা ইস্যুতে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, কীভাবে মানবাধিকার কমিশনের রিপোর্ট দেওয়া হচ্ছে? বিজেপি সোশ্যাল মিডিয়ার কোনও ধরনের কারচুপি করছে? তা সবই তিনি জানেন। কিন্তু এখনও সে বিষয় নিয়ে তিনি মুখ খোলেননি।

 

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version