Wednesday, November 5, 2025

বাড়ছে সংক্রমণ, উৎসবের মরশুমের আগেই কি দেশে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ?

Date:

উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গতকাল থেকে সংক্রমণ ক্রমশ বাড়ছে।পাশাপাশি বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২০ লক্ষ ৭৭ হাজার ৭০৬ জন।তবে সংক্রমণ বাড়লেও মৃত্যু পাঁচশোর নীচেই রয়েছে।

আরও পড়ুন:টিকা নিয়েও আক্রান্ত ৪০ হাজার! উদ্বেগ বাড়াচ্ছে কেরল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী,  দেশে সক্রিয় রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বাড়লেও তা ৪ লক্ষের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে দেড় হাজারেরও বেশি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭ জন।ত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৯০ জন। গোটা অতিমারি পর্বে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯ জন।

এদিকে টিকাকরণ কর্মসূচি জোরকদমে চললেও টিকা নিয়েও কেরলেই আক্রান্ত প্রায় ৪০ হাজার। দেশের দৈনিক সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে দক্ষিণের এই রাজ্য। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরলেই আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫০০ জন। কেরলের পরই রয়েছে মহারাষ্ট্র। এরপর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৯৬৪), অন্ধ্রপ্রদেশ (১,৮৬৯), কর্নাটক (১,৮২৬) এবং ওড়িশা (১,০৭৮)। যদিও উত্তর-পূর্বের রাজ্য আসামে আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমেছে।


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version