Friday, May 16, 2025

ত্রিপুরা: অভিষেক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা, খারিজের দাবিতে পাল্টা হাইকোর্টে তৃণমূল

Date:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-নেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে যে ”বেআইনি” মামলা করেছিল পুলিশ, এবার সেই FIR খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে পাল্টা মামলা করল তৃণমূল কংগ্রেস। আগামী বুধবার এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা। জানা গিয়েছে, হাইকোর্টে এই মামলাটি করেছেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক। পরে সামগ্রিকভাবে সকলেই এই মামলাটিতে যুক্ত হতে পারেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, ত্রিপুরার রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দাঁড়া আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের যুবনেতা-নেত্রীরা। কিন্তু দোষীদের গ্রেপ্তারের পরিবর্তে আক্রান্তদের ওপরই মামলা করে পুলিশ। তাঁদের আদালতে পর্যন্ত তোলা হয়। সেই সময় দলের ”আক্রান্ত” নেতানেত্রীদের পাশে দাঁড়াতে ত্রিপুরা যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষরা। খোয়াই থানায় দীর্ঘক্ষণ ধরনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। শেষপর্যন্ত জামিন পান ধৃতেরা। এখন কলকাতায় ফিরে চিকিৎসাধীন তাঁরা।

এর কিছুদিন পরেই ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু ও কুণাল ঘোষ, ত্রিপুরার নেতা সুবল ভৌমিক ও প্রকাশ দাসের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ। এবার আইলি পথেই তার জবাব দিল তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- অপসারিত মহুয়া দাস, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের ৬ নেতাদের বিরুদ্ধে পুলিশের করা FIR খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে পাল্টা মামলা কবলেন তৃণমূল নেতা সুবল ভৌমিক।

 

Related articles

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...
Exit mobile version