Thursday, August 21, 2025

স্বাধীনতা দিবসের আগে বড় নাশকতার ছক বানচাল, উপত্যকায় খতম এক জঙ্গি

Date:

স্বাধীনতা দিবসের(independence day) প্রাক্কালে ফের একবার গুলির লড়াইয়ে রক্তাক্ত হয়ে উঠল উপত্যকা। বৃহস্পতিবার বিএসএফের(BSF) কনভয় লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনার পর এবার পাল্টা হামলা চালালো সেনা। রাতভর গুলির লড়াইয়ে খতম হলো এক লস্কর জঙ্গি(terrorist)। মৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। ওই এলাকায় আরও একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানতে পেরেছেন নিরাপত্তা বাহিনী। চলছে তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মালিপুরা কানাজিগুডা এলাকার কাছেই BSF-এর কনভয় লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালিয়েছিল জঙ্গিরা। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে বাহিনী। সেনা উপস্থিতি টের পেয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর এক লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও দুই জঙ্গি আটকে রয়েছে ওই এলাকায়। তাদের খোঁজে চলছে অভিযান।

আরও পড়ুন:“২৫ বছরে দেশ অনেক বদলাবে”, নয়া নীতি লাগুর পর দাবি মোদির

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আগেই উপত্যকায় বড়সড় জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে বলে আগেই সতর্ক বার্তা দিয়েছে গোয়েন্দা বিভাগ। সতর্কবার্তা কে গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা জম্মু কাশ্মীর। উপত্যাকার রাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিং। এরই মাঝে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল সেনাবাহিনী।

 

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...
Exit mobile version