Thursday, August 21, 2025

বিধি-নিষেধে ছাড় নবান্নের, বাড়লো বার-রেস্তোরাঁ সহ দোকান খোলার সময়

Date:

করোনা পরিস্থিতি(covid situation) নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার ৩১ আগস্ট পর্যন্ত বিধি নিষেধ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুক্রবার নয়া বিজ্ঞপ্তি জারি করে সেই নিয়মে বদল এনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করল নবান্ন(Nabanna)। সরকারের(Government) নয়া বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে রেস্তোরাঁ, বার সহ কাজের সময় সমস্ত দোকান খোলা রাখা যাবে। তবে রাত ১০.৩০ মিনিটের পর বন্ধ করতে হবে দোকানপাট।

বৃহস্পতিবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় বাইরের সমস্ত রকম সরকারি অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বিধি মেনে এদিন সেই সমস্ত অনুষ্ঠানে অনুমতি দিয়েছে সরকার। পাশাপাশি ৫০ শতাংশ দর্শকাসনে ছাড় দেওয়া হয়েছে থিয়েটার, অডিটোরিয়াম, মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান গুলিতে। এছাড়াও নতুন বিজ্ঞপ্তিতে রাত্রিকালীন বিধি নিষেধ ৯ টা থেকে ভোর ৫টার পরিবর্তে ১১ টা থেকে ৫ টা পর্যন্ত করা হয়েছে।

বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা হলেও লোকাল ট্রেন চলার বিষয়ে কোনরকম কিছু জানানো হয়নি নতুন এই বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, “অনেকেই প্রশ্ন করছেন লোকাল ট্রেন (Local Train) কেন চলছে না? গ্রাম-গঞ্জে টিকার ব্যবস্থা না করলে করোনার প্রকোপ বাড়বে। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য বাস, ট্রাম, অটো, মেট্রোও চালু করে দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে তৃতীয় ঢেউ আসার কথা। এখন থেকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার জীবনের থেকে বেশি দামি কিছু নয়। তাই আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে। গ্রামাঞ্চল গুলিতে ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গেলে ফের চালু করে দেওয়া হবে লোকাল ট্রেন।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version