Wednesday, November 5, 2025

কলকাতার আকাশে রবিবার থেকে রোদ উঠবে, তবে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ

Date:

শুক্র ও শনি বৃষ্টি হবে (rainy season) । তারপর বৃষ্টি থেকে রেহাই মিলবে। রবিবার থেকে ঝকঝকে রোদ উঠবে আকাশে । এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Officr) । হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে রোদের দেখা মিললেও উত্তরবঙ্গের প্রবল বর্ষণ হবে। শনি রবি এবং আগামী সপ্তাহজুড়ে টানা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে শুক্র এবং শনিবার দিনভর বৃষ্টি হবে। স্থান ভেদে অল্প থেকে মাঝারি বৃষ্টি (Rain) হবে । তবে দুদিন কিছুটা বৃষ্টি হলেও আপাতত রেহাই পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টি। দেখা মিলবে রোদেরও। পাশাপাশি বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। এদিকে, বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তার জেরে আগামী সপ্তাহে ভারী বৃষ্টিতে ভিজতে পারে প্রতিবেশী রাজ্য ওড়িশা।

এদিকে শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশ কালো মেঘে ঢাকা থেকে থেকেই বৃষ্টি রোদের দেখা নেই বললেই চলে। দিনভর দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার। আর্দ্রতা বেশি থাকায় প্যাচপ্যাচে গরমে ঘাম হবে।

 

শুক্রবার উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং এবং কালিম্পঙে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে শনিবারও ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে রবি এবং সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, একটানা বৃষ্টিতে বাড়ছে প্লাবনের আশঙ্কা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version