Monday, August 25, 2025

একাধিক দাবিতে আগামী ৩১ অগাস্ট রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের ডাক দিল WBPDA

Date:

কমিশন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী ৩১ অগাস্ট রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। কমিশন বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে আজ অ্যাসোসিয়েশনের তরফে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, হরদীপ সিং পুরী-কে একটি চিঠিও দেওয়া হয়েছে। দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া  হয়েছে।

আরও পড়ুন:পাহাড় থেকে সমতল, রাজ্যজুড়ে পালিত ‘কন্যাশ্রী দিবস’

শনিবার ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা একটি বৈঠক করেন। বৈঠকে রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানত কমিশন বৃদ্ধি ছাড়াও আরও দু-দফা দাবি নিয়ে তারা চিঠি দেন। তারা জানান, পেট্রোলের দাম বৃদ্ধি হলেও তাদের কমিশন বাড়ানো হয়নি।এছাড়াও আরও কয়েকটি দাবি নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীকে চিঠি দেন তারা। তবে তারা জানিয়েছে, করোনাকালে জরুরি পরিষেবার স্বার্থে কয়েকটি পেট্রোল পাম্প খোলা থাকবে।


Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version