Sunday, August 24, 2025

বিয়ের পিঁড়িতে বসতে লেছেন অনিল কাপুরের (anil kapoor) ছোট কন্যা তথা সোনামের বোনi(ster of sonam kapoor) রিয়া। আজ শনিবার ১৪ই আগস্ট একান্ত() ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়বেন রিয়া । পাত্র বলিউডেরই।প্রযোজক-পরিচালক করণ বুলানি। সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। অন্যদিকে অভিনেতা অনিল কাপুরের বড় মেয়ে সোনম অভিনয় জগতে এলেও ছোট মেয়ে রিয়া কিন্তু ক্যামেরার পিছনে থাকতে বেশি পছন্দ করেন। রিয়া প্রযোজক । রিয়া এবং করণ একসঙ্গে মিলে বেশ কিছু শর্ট ফিল্ম এবং আর্ট ফিল্মের প্রযোজনা ও পরিচালনার কাজ সামলেছেন।

 

 

দীর্ঘ ১৩ বছর ধরে রিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন করণ। বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কাপুর পরিবারের তরফে কিছুই জানানো হয়নি। তবে তোড়জোড় চলছে। নিঃশব্দে। কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ ভাবে । অনিল কাপুরের বড় মেয়ে – জামাই সোনম এবং আনন্দ আহুজা ইতিমধ্যে মুম্বইতে এসে গেছেন। বিয়ের অনুষ্ঠানের যাবতীয় আয়োজন জুহুতে কাপুরদের নিজেদের বাড়িতেই হচ্ছে। নিমন্ত্রিতদের তালিকায় কোন হেভিওয়েট মানুষজনের নাম নেই। শুধুই ঘরের এবং কাছের মানুষরা। অনিল কাপুরের বাড়ি সেজে উঠেছে আলোয়। ইতিমধ্যেই ফুল ও বাড়ি সাজানোর সরঞ্জাম নিয়ে গাড়ি পৌঁছেছে সেখানে। গত রাতে হবু জামাইকেও দেখা গিয়েছেন শ্বশুরবাড়ি থেকে বের হতে। বলিউড সূত্রে জানা গিয়েছে বিয়ের অনুষ্ঠান হবে দু তিন দিন ধরে সাংবাদিকদের প্রবেশ নিষেধ বিয়ে নিয়ে কাপুর পরিবার এবং পাত্রপক্ষ কেউ ই হইচই হোক সেটা চাইছেন না।

 

শোনা যাচ্ছে, দু’দিন ধরে হবে বিয়ে। মিডিয়ার প্রবেশ নিষেধ। জুহুতে অনিলের বাংলোতেই শুভ পরিণয় হওয়ার কথা। হাজির থাকবেন পরিবারের একদম কাছের মানুষরা। বিয়ে নিয়ে অযথা হইচই নাকি একেবারেই চাইছে না কাপুর পরিবার।

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version