Wednesday, November 5, 2025

‘নারীশক্তির বিকাশে আরও গুরুত্ব দেওয়া হোক’, প্রাক স্বাধীনতা দিবসের ভাষণে বললেন রাষ্ট্রপতি

Date:

৭৫তম স্বাধীনতা দিবসের আগে শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শুরু করেন। ভাষণের শুরুতেই মহাত্মা গান্ধী ও দেশের স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি।সেইসঙ্গে টোকিও অলিম্পিক্সে ভারতের অনবদ্য সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি করোনা নিয়েও দেশবাসীকে সতর্ক করেন তিনি এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা তুলে ধরেন।

এদিন দেশের প্রথম নাগরিক বলেন, কোভিড ১৯ অতিমারি এখনও শেষ হয়নি। দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা গেলেও নাগরিকদের কোভিড বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করেন। রাষ্ট্রপতি বলেন, কোভিডের প্রকোপের থেকে বাঁচতে ভ্যাকসিনই একমাত্র অস্ত্র। পাশাপাশি তিনি এও বলেন এখনও পর্যন্ত মোট ৫০ কোটি দেশবাসীর টিকাকরণ হয়েছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে বদলি হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস বিবেক ভরদ্বাজ

টোকিও অলিম্পিক্সে ভারতের পদকলাভের জন্য সকল অ্যাথলিটদের শুভেচ্ছা জানান রামনাথ কোবিন্দ। অলিম্পিক্সে মেয়েদের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এভাবেই সারা দেশে সবক্ষেত্রে মহিলারা এগিয়ে আসুক ও সাফল্য লাভ করুক। এছাড়াও নারী শক্তির বিকাশের কথা দেশবাসীর সামনের তুলে ধরেন তিনি।  বক্তৃতায় তিনি বলেন, দেশের নারীশক্তির জাগরণ হোক, সেই কামনা করি। তাই নারী বিকাশে সরকার আরও গুরুত্ব  দিক। এছাড়াও দেশের কৃষিক্ষেত্রের উন্নয়নের কথাও এদিন তুলে ধরেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত আগামিকাল ৭৫তম স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করে লালকেল্লায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ভাষণের পর হেলিকপ্টার থেকে লালকেল্লায় ফুলের পাপড়ি ছড়ানো হবে।


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version