Friday, August 22, 2025

‘নারীশক্তির বিকাশে আরও গুরুত্ব দেওয়া হোক’, প্রাক স্বাধীনতা দিবসের ভাষণে বললেন রাষ্ট্রপতি

Date:

৭৫তম স্বাধীনতা দিবসের আগে শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শুরু করেন। ভাষণের শুরুতেই মহাত্মা গান্ধী ও দেশের স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি।সেইসঙ্গে টোকিও অলিম্পিক্সে ভারতের অনবদ্য সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি করোনা নিয়েও দেশবাসীকে সতর্ক করেন তিনি এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা তুলে ধরেন।

এদিন দেশের প্রথম নাগরিক বলেন, কোভিড ১৯ অতিমারি এখনও শেষ হয়নি। দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা গেলেও নাগরিকদের কোভিড বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করেন। রাষ্ট্রপতি বলেন, কোভিডের প্রকোপের থেকে বাঁচতে ভ্যাকসিনই একমাত্র অস্ত্র। পাশাপাশি তিনি এও বলেন এখনও পর্যন্ত মোট ৫০ কোটি দেশবাসীর টিকাকরণ হয়েছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে বদলি হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস বিবেক ভরদ্বাজ

টোকিও অলিম্পিক্সে ভারতের পদকলাভের জন্য সকল অ্যাথলিটদের শুভেচ্ছা জানান রামনাথ কোবিন্দ। অলিম্পিক্সে মেয়েদের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এভাবেই সারা দেশে সবক্ষেত্রে মহিলারা এগিয়ে আসুক ও সাফল্য লাভ করুক। এছাড়াও নারী শক্তির বিকাশের কথা দেশবাসীর সামনের তুলে ধরেন তিনি।  বক্তৃতায় তিনি বলেন, দেশের নারীশক্তির জাগরণ হোক, সেই কামনা করি। তাই নারী বিকাশে সরকার আরও গুরুত্ব  দিক। এছাড়াও দেশের কৃষিক্ষেত্রের উন্নয়নের কথাও এদিন তুলে ধরেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত আগামিকাল ৭৫তম স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করে লালকেল্লায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ভাষণের পর হেলিকপ্টার থেকে লালকেল্লায় ফুলের পাপড়ি ছড়ানো হবে।


Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...
Exit mobile version