সব সময়ের জন্য ভাড়া এক, শহরে এখন অভিনব অ্যাপ ক্যাব ‘ryde’

কলকাতায় আত্মপ্রকাশ করল নতুন অ্যাপ ক্যাব ‘ryde’। শুক্রবার ১ হাজার ক্যাব নিয়ে পরিষেবা শুরু করেছে এই সংস্থা। এক অভূতপূর্ব উপায়ে পরিষেবা দিতে এল এই অ্যাপ ক্যাব সংস্থা। অন্য সংস্থার থেকে খুবই সস্তা এই ‘ryde’। সবচেয়ে উল্লেখযোগ্য যে এটিতে কোনও সার্জ প্রাইসিং নেই। দিনভর একই ভাড়া। অফিস টাইম হোক, ঝড়-বাদলের দিন হোক কিংবা বেশি রাত হোক, ভাড়া সব সময়ের জন্য একই। এরই সঙ্গে উল্লেখযোগ্য হল, রাতের শহরে নারীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ১৬ জন মহিলা চালক রয়েছেন এই অ্যাপ ক্যাব সংস্থায়।
দু’ভাবে বুক করা যাবে Ryde। গুগল প্লে স্টোরে গিয়ে ‘ryde’ টাইপ করে অ্যাপ ইন্সটল করে নেওয়া যাবে। তবে অ্যাপে অসুবিধা হলে বা যারা অ্যাপ পরিচালনায় পারদর্শী নন তাঁরা 9836111222-এই নম্বরে বুক করতে পারবেন ফোন করে।

আরও পড়ুন- ত্রিপুরায় থাকছেন বিপ্লব, সুবিধা তৃণমূলেরই: মত রাজনৈতিক মহলের
ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ টাকা । সঙ্গে বেস প্রাইস ৩৫ টাকা। এছাড়া আর কোনও সারচার্জ বা অন্য কিছু নেই।
আপাতত কলকাতার মধ্যেই এই গাড়ির পরিষেবা পাবেন যাত্রীরা। তবে পুজোর আগে গাড়ির সংখ্যা বাড়িয়ে শহরতলী ছাড়িয়ে নিকটবর্তী জেলাতেও পরিষেবা বাড়ানোর পরিকল্পনা রয়েছে অ্যাপ ক্যাব সংস্থার।