Sunday, August 24, 2025

ফিরছেন রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্য কর্মীরা, কাবুল বিমানবন্দরের দখল নিল মার্কিন সেনাবাহিনী

Date:

তালিবানদের (Taliban) দখলে আফগানিস্তান (Afghanistan) চলে যাওয়ার পর পরিস্থিতি ক্রমেই ঘোরালো এবং জটিল হচ্ছে তালিবানরা প্রথমে শান্তির বার্তা দিলেও কাবুল (Kabul) যে বর্তমানে মোটেই শান্তিতে বসবাসের যোগ্য নেই তা বেশ বোঝা যাচ্ছে তাই কোন অনর্থ ঘটে যাওয়ার আগেই কাবুলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এবং দূতাবাসের (Indian Embassy staff) অন্য আধিকারিক ও কর্মীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে চাইছে দিল্লি বিদেশমন্ত্রকের মুখপাত্র (Spokespersons of External Affairs Arindam Bagchi) অরিন্দম বাগচী টুইট করে জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে বিদেশমন্ত্রকের তরফে স্থির করা হয়েছে যে কাবুলে ভারতীয় রাষ্ট্রদূত ও অন্যান্য আধিকারিকদের দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে সেজন্য বায়ুসেনার একটি বিশেষ বিমান কাবুলে পৌঁছে গিয়েছে এবং রাষ্ট্রদূত এবং ভারতীয় দূতাবাসের অন্য আধিকারিক দের নিয়ে ভারতের উদ্দেশ্যে সেটি রওনা হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে । ন্যাটো এবং পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন দেশের আটকে থাকা নাগরিকদের উদ্ধার করে আনার জন্য কাবুলের হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। অসামরিক বিমান চলাচল না করলেও উদ্ধারকারী বিমানগুলি যাতে নির্বিঘ্নে ওঠানামা করতে পারে সে ব্যাপারে সচেষ্ট ন্যাটো । জানা গিয়েছে মার্কিন সেনা আপাতত পুরোপুরি বিমানবন্দরের দায়িত্ব নিয়েছেে। তালিবানরা যাতে বিমানবন্দরের ধারেকাছেও না ঘেঁষতে পারে সে জন্য বিমানবন্দরে চারদিকে চারদিক ঘিরে রেখেছে মার্কিন সেনাা। জানা গিয়েছে এজন্য ইতিমধ্যেই একটি বিশেষ বিমানে অতিরিক্ত পাঠানো হয়েছে ।পেন্টাগন সূত্রে জানানো হয়েছে মার্কিন সেনাবাহিনী বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকবে।

 

দিকে আফগানিস্থানে আটকে থাকা ভারতীয়দের দ্রুত দেশে ফেরাতে বিশেষ উদ্যোগী হল স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry)। ফাস্ট ট্রাক ভিসা (Fast Track Visa)-র আবেদন যাতে দ্রুত করা যায় সে জন্য বিশেষ একটি হেল্পলাইন নম্বর (Helpline Number) চালু করা হয়েছে হয়েছে এ ছাড়া “ই-এমার্জেন্সি এক্স-মিস্ক ভিসা” (E-Emergency X-Misc Visa) নামে একটি নতুন ভিসার বন্দোবস্ত করা হচ্ছে। যারা এই মুহূর্তেই দেশে ফিরতে চাইছেন, তারা এই নতুন ভিসার জন্য আবেদন জানাতে পারবেন।

 

 

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version