Friday, November 7, 2025

গ্যাসের দাম বাড়ার জবাব নেই, বিজেপি ব্যস্ত শহিদ সম্মান যাত্রায়

Date:

শহিদ সম্মান যাত্রার কর্মসূচির সূচনা করতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি ফের একহাত নিলেন তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল স্বৈরাচারী,  সংসদে কাজ করতে দেয় না, শিক্ষা ব্যবস্থা খারাপ-সহ নানা প্রসঙ্গ টানলেন। পালটা তৃণমূল বলছে, বিজেপি সারা দেশের যা অবস্থা করেছে মানুষ দেখছেন। আজ, মঙ্গলবার ফের রান্নার গ্যাসের দাম বেড়েছে। পেট্রল-ডিজেলের দাম একশো পেরিয়েছে। দেশের সব মানুষকে কোভিড টিকা দিতে পারে না এই সরকার। নেতাদের ফোন ট্যাপ করে সে নিয়ে সংসদে আলোচনা করতে ভয় পায়। মানুষ চায় এই অগণতান্ত্রিক জনবিরোধী সরকারের পতন। ২০২৪-এ মানুষের জোট এদের দিল্লি থেকে তাড়াবে।
শহিদ সম্মান যাত্রায় রাজ্যের চার কেন্দ্রীয় মন্ত্রীকে অনুমতি দিলেও অন্যদের জেলায় জেলায় পুলিশ অনুমতি দেয়নি। বেশ কয়েক জায়গায় গ্রেফতার করা হয় বিজেপি নেতা-কর্মীদের। কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি, রাজ্য কেন্দ্রীয় শিক্ষানীতি প্রয়োগ করেনি। প্রয়োগের দাবিতে আন্দোলন চলবে। শহিদ সম্মান যাত্রায় বাড়ি বাড়ি গিয়ে নিহতদের সম্মান জানাবে বিজেপি।
এদিন বিজেপি রাজ্য সভাপতি রাজ্য সরকারকে আক্রমণ করেন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়। এদিন তিনি বলেন, এরাজ্যে বিজেপির ৭৭ জন বিধায়ক, ১৮ জন সাংসদ রয়েছেন। মানুষ তাঁদের স্বীকৃতি দিয়েছেন। আমরাই একমাত্র রাজ্যের বিরোধী দল। কিন্তু এরাজ্যের সরকার তা মানতে নারাজ। ত্রিপুরায় গিয়ে গণতন্ত্রে বাঁধা দান করছে তৃণমূল। বিপ্লব দেবের সরকার যা করছে, তা একদম সঠিক। বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।  তিনি আরও বলেন, এভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র রক্ষার চেষ্টা করা দুঃখজনক, নিন্দাজনক। তিনি বলেন, বিজেপির কর্মসূচিতে বাধা দিচ্ছে, সংসদ অচল করছে তৃণমূল। বাংলার মানুষ এর জবাব দেবে।

Related articles

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...

“জন-গণ-মন” নিয়ে রবি ঠাকুরকে অপমান বিজেপি সাংসদের! ক্ষমা চাওয়ার দাবি কুণালদের

রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কর্নাটকের বিজেপি (BJP) সাংসদ বিশ্বেশ্বর কাগেরির। এ প্রসঙ্গে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। বিজেপি সাংসদের...

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...
Exit mobile version