Sunday, November 9, 2025

গ্যাসের দাম বাড়ার জবাব নেই, বিজেপি ব্যস্ত শহিদ সম্মান যাত্রায়

Date:

শহিদ সম্মান যাত্রার কর্মসূচির সূচনা করতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি ফের একহাত নিলেন তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল স্বৈরাচারী,  সংসদে কাজ করতে দেয় না, শিক্ষা ব্যবস্থা খারাপ-সহ নানা প্রসঙ্গ টানলেন। পালটা তৃণমূল বলছে, বিজেপি সারা দেশের যা অবস্থা করেছে মানুষ দেখছেন। আজ, মঙ্গলবার ফের রান্নার গ্যাসের দাম বেড়েছে। পেট্রল-ডিজেলের দাম একশো পেরিয়েছে। দেশের সব মানুষকে কোভিড টিকা দিতে পারে না এই সরকার। নেতাদের ফোন ট্যাপ করে সে নিয়ে সংসদে আলোচনা করতে ভয় পায়। মানুষ চায় এই অগণতান্ত্রিক জনবিরোধী সরকারের পতন। ২০২৪-এ মানুষের জোট এদের দিল্লি থেকে তাড়াবে।
শহিদ সম্মান যাত্রায় রাজ্যের চার কেন্দ্রীয় মন্ত্রীকে অনুমতি দিলেও অন্যদের জেলায় জেলায় পুলিশ অনুমতি দেয়নি। বেশ কয়েক জায়গায় গ্রেফতার করা হয় বিজেপি নেতা-কর্মীদের। কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি, রাজ্য কেন্দ্রীয় শিক্ষানীতি প্রয়োগ করেনি। প্রয়োগের দাবিতে আন্দোলন চলবে। শহিদ সম্মান যাত্রায় বাড়ি বাড়ি গিয়ে নিহতদের সম্মান জানাবে বিজেপি।
এদিন বিজেপি রাজ্য সভাপতি রাজ্য সরকারকে আক্রমণ করেন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়। এদিন তিনি বলেন, এরাজ্যে বিজেপির ৭৭ জন বিধায়ক, ১৮ জন সাংসদ রয়েছেন। মানুষ তাঁদের স্বীকৃতি দিয়েছেন। আমরাই একমাত্র রাজ্যের বিরোধী দল। কিন্তু এরাজ্যের সরকার তা মানতে নারাজ। ত্রিপুরায় গিয়ে গণতন্ত্রে বাঁধা দান করছে তৃণমূল। বিপ্লব দেবের সরকার যা করছে, তা একদম সঠিক। বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।  তিনি আরও বলেন, এভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র রক্ষার চেষ্টা করা দুঃখজনক, নিন্দাজনক। তিনি বলেন, বিজেপির কর্মসূচিতে বাধা দিচ্ছে, সংসদ অচল করছে তৃণমূল। বাংলার মানুষ এর জবাব দেবে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version