Tuesday, May 20, 2025

ছুরির আঘাতে আহত তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হল আজ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ গত রাতে বিজেপি এই হামলা চালিয়েছে৷ পুলিশ জানিয়েছে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম বক্কজ মিঞা (৪৫)৷ তিনি খারিজা ফুলেশ্বরী গ্রামের বাসিন্দা ছিলেন৷ কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গত রাতে কোতোয়ালি থানার দেউয়ের হাট বাজারে তৃণমূল কংগ্রেস কর্মীরা বসেছিলেন। সেসময় বাজারে বিজেপি কর্মীরা দল বেধে হামলা করে বলে অভিযোগ। বাজারে ব্যাপক বোমাবাজি করার অভিযোগ উঠেছে৷ তখন বাজারে বসেছিলেন বক্কজভ নামে এই তৃণমূল কংগ্রেস কর্মী। তাকে পেছন থেকে ওই অভিযুক্তরা ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। রাতেই রক্তাক্ত অবস্থায় তাকে কোচবিহার এম জে এন হাসপাতাল মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। আজ তাকে মৃত বলে জানিয়ে দেয় চিকিতসকরা। মৃতের আত্মীয় আইনুল হোসেন বলেন, যারা হামলা করেছে তারা মুলত সমাজবিরোধী। তারা কখনও বামফ্রন্ট কখনো বিজেপি দলের সাথে থাকে৷ মৃত তৃণমূল কংগ্রেস কর্মীকে শেষ শ্রদ্ধা জানান দলের শহর ব্লক কমিটির সভাপতি অভিজিত দে ভৌমিক। তিনি বলেন বক্কজ মিঞা দলের সক্রিয় কর্মী ছিলেন। মৃত কর্মীর পরিবারের পাশে থাকবে দল। পুলিশকে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। যদিও এই এলাকার বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের দাবি বিজেপি এই ঘটনার সাথে জড়িত নয়৷ তৃণমূল কংগ্রেস মিথ্যা অভিযোগ করেছে।

 

Related articles

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...

শিল্পের নয়া দিগন্ত উত্তরে! প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী বিভিন্ন উদ্যোগে বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। এসেছে বিনিয়োগের জোয়ার। সোমবার শিলিগুড়িতে...

সরকার আইনি পথে কাজ করছে! ধৈর্য ধরুন, আশ্বাস শিক্ষামন্ত্রীর 

মুখ্যমন্ত্রীর আশ্বাস থাকা সত্ত্বেও বিকাশ ভবনের সামনে কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মীর বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী...
Exit mobile version