Tuesday, November 4, 2025

 

প্রেসিডেন্ট (President) পদে এবার লড়াই শুরু হয়ে গেল আফগানিস্থানে । পূর্বতন আশরাফ গনি সরকারের (Ashraf Ghani) ভাইস প্রেসিডেন্ট আবদুল্লা সালেহ (Vice-president Abdulla Saleh) নিজেকে কেয়ারটেকার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন । তার কিছুক্ষন পরেই পাল্টা প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হলো তালিবানদের (Taliban) তরফে। তালিবান মুখপাত্র বিবৃতি জারি করে শুধু প্রেসিডেন্টের নাম নয়, মন্ত্রিসভার তালিকাও জানিয়ে দিলেন । গণি বরাদর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট মোল্লা মহম্মদ ইয়াকুব, প্রাইম মিনিস্টার আমির হাইবাত জুলেন, বিদেশমন্ত্রী সুহেল শাহিন, অর্থমন্ত্রী সিরাজ হক্কানি। সুতরাং আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মতে তালিবানরা রীতিমতো পরিকল্পনা করেই ক্ষমতা দখল করেছে।সহজে তারা আফগানিস্তান ছাড়বে না । সুতরাং পূর্বতন সরকারের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লা সালেহর সঙ্গে তালিবানদের ক্ষমতা দখলের লড়াই এবার প্রকাশ্যে চলে এলো।এদিকে সালেহ জানিয়েছেন তালিবানরা যতই আফগানিস্তান জুড়ে তাণ্ডব শুরু করুক না কেন, শাসনভার এখনো তার হাতেই রয়েছে । এবং তার দাবি খুব শীঘ্রই তিনি ফেব ক্ষমতায় ফিরবেন। আর সেজন্য বিভিন্ন দেশের একাধিক নেতৃত্বের সঙ্গে তাঁর কথা চলছে । যদিও তালিবানদের তরফে সালেহর দাবি নাকচ করা হয়েছে।

 

জানা গিয়েছে এখনো পর্যন্ত একমাত্র উত্তর-পূর্বের পাঞ্জশির প্রদেশ এখনও তালিবান দখল করতে পারিনি সেখানেই নাকি সালেহ আত্মগোপন করে আছেন। সেখানকার বিভিন্ন নেতার সঙ্গে সালেহর বৈঠকের ছবি সামনে এসেছে। সেই বৈঠকে সালেহ ছাড়াও উপস্থিত ছিলেন গনি সরকার বেশ কিছু প্রভাবশালী মন্ত্রী যারা সেসময় গনির বিক্ষুব্ধ গোষ্ঠী বলে পরিচিত ছিলেন।

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version