Tuesday, August 26, 2025

 

প্রেসিডেন্ট (President) পদে এবার লড়াই শুরু হয়ে গেল আফগানিস্থানে । পূর্বতন আশরাফ গনি সরকারের (Ashraf Ghani) ভাইস প্রেসিডেন্ট আবদুল্লা সালেহ (Vice-president Abdulla Saleh) নিজেকে কেয়ারটেকার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন । তার কিছুক্ষন পরেই পাল্টা প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হলো তালিবানদের (Taliban) তরফে। তালিবান মুখপাত্র বিবৃতি জারি করে শুধু প্রেসিডেন্টের নাম নয়, মন্ত্রিসভার তালিকাও জানিয়ে দিলেন । গণি বরাদর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট মোল্লা মহম্মদ ইয়াকুব, প্রাইম মিনিস্টার আমির হাইবাত জুলেন, বিদেশমন্ত্রী সুহেল শাহিন, অর্থমন্ত্রী সিরাজ হক্কানি। সুতরাং আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মতে তালিবানরা রীতিমতো পরিকল্পনা করেই ক্ষমতা দখল করেছে।সহজে তারা আফগানিস্তান ছাড়বে না । সুতরাং পূর্বতন সরকারের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লা সালেহর সঙ্গে তালিবানদের ক্ষমতা দখলের লড়াই এবার প্রকাশ্যে চলে এলো।এদিকে সালেহ জানিয়েছেন তালিবানরা যতই আফগানিস্তান জুড়ে তাণ্ডব শুরু করুক না কেন, শাসনভার এখনো তার হাতেই রয়েছে । এবং তার দাবি খুব শীঘ্রই তিনি ফেব ক্ষমতায় ফিরবেন। আর সেজন্য বিভিন্ন দেশের একাধিক নেতৃত্বের সঙ্গে তাঁর কথা চলছে । যদিও তালিবানদের তরফে সালেহর দাবি নাকচ করা হয়েছে।

 

জানা গিয়েছে এখনো পর্যন্ত একমাত্র উত্তর-পূর্বের পাঞ্জশির প্রদেশ এখনও তালিবান দখল করতে পারিনি সেখানেই নাকি সালেহ আত্মগোপন করে আছেন। সেখানকার বিভিন্ন নেতার সঙ্গে সালেহর বৈঠকের ছবি সামনে এসেছে। সেই বৈঠকে সালেহ ছাড়াও উপস্থিত ছিলেন গনি সরকার বেশ কিছু প্রভাবশালী মন্ত্রী যারা সেসময় গনির বিক্ষুব্ধ গোষ্ঠী বলে পরিচিত ছিলেন।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version