Thursday, August 28, 2025

সুনন্দা পুস্কর মৃত্যু মামলায়  অব্যাহতি পেলেন কংগ্রেস নেতা শশী থারুর

Date:

স্ত্রী সুনন্দা পুস্করের (Sunanda Pushkar) অস্বাভাবিক (Unnatural Death) মৃত্যু মামলায় সাত বছর পর পুরোপুরি অব্যাহতি পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Congress MP Shashi Tharoor)। বুধবার দিল্লি আদালত (Delhi Court) এই মামলা থেকে শশী থারুরকে অব্যাহতি দেয়।দিল্লি পুলিশ শশী থারুরের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা ও স্ত্রীর প্রতি মানসিক নির্যাতনের অভিযোগ আনে। তবে এ দিন আদালতের তরফে শশী থারুরের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে কংগ্রেস নেতা শশী থারুর আদালতকে ধন্যবাদ জানিয়ে বলেছেন ” অশেষ ধন্যবাদ। সাড়ে সাত বছর ধরে অবর্ণনীয় অত্যাচার থেকে মুক্তি পেলাম। দেশের বিচার ব্যবস্থার উপর ভরসা ছিল। এ বার সুনন্দার জন্য শোক পালন করতে পারব।”

২০১৪-র ১৭ জানুয়ারি দিল্লির একটি অভিজাত হোটেল থেকে কংগ্রেস সাংসদ শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে সুনন্দার পাকস্থলীতে বিষ মেলে। এরপরই অভিযোগের তির ওঠে কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ভিসেরার নমুনা পাঠানো হয়। পাকস্থলী, প্লীহা, যকৃৎ ও মূত্রের নমুনা পরীক্ষা করে ন’মাস পরে রিপোর্ট আসে । সেই রিপোর্টে জানা যায়, নমুনা হিসাবে পাঠানো প্রত্যেকটি দেহাংশেই বিষের উপস্থিতি মিলেছে। সুতরাং বিষক্রিয়ার কারণেই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সুনন্দা পুস্করের ।

 

এরপর দিল্লি পুলিশের অভিযোগের ভিত্তিতে আদালতের তরফে একটি বিশেষ তদন্তকারী দল গঠন ও তদন্তের নির্দেশ দেওয়া হয়। তিন হাজার পাতার চার্জশিটে সেই তদন্তকারী দলের তরফে জানানো হয়, স্বামী হিসাবে শশী থারুর অবহেলা করতেন সুনন্দা পুস্করকে। সেই অবহেলা সহ্য না করতে পেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। নিয়মিত অ্যালপ্রাক্স নামক একটি ওষুধও খেতেন।

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version