Thursday, August 21, 2025

সব আমেরিকান নাগরিককে মুক্ত না করা পর্যন্ত আফগানিস্তান ছাড়বে না মার্কিন সেনা : বাইডেন

Date:

যতদিন পর্যন্ত না প্রত্যেক মার্কিন নাগরিককে আফগানিস্তান (Afghanistan) থেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, ততদিন পর্যন্ত কাবুল ছাড়বে না মার্কিন (American Army) সেনা। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) । বাইডেন জানিয়েছেন আগামী ৩১ অগাস্টের মধ্যে সব আমেরিকান নাগরিকদেরকে আফগানিস্তান থেকে ফিরে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল । কিন্তু যদি তার মধ্যেও কাজ শেষ না হয় তাহলে যতদিন পর্যন্ত না প্রত্যেক মার্কিন নাগরিককে আফগানিস্তান (Afghanistan) থেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, ততদিন পর্যন্ত কাবুল প্রত্যেককে মার্কিন নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

বাইডেন জানিয়েছেন , ‘কোনও মার্কিনি যদি আফগানিস্তান ছাড়তে না পারেন, তাহলে আফগানিস্তানে থাকতে পারে মার্কিন সেনা। সবাইকে বের করে নিয়ে আসা হবে বলে উল্লেখ করেন তিনি। তবে কোন প্রক্রিয়ায় সেনার উপস্থিতির মেয়াদ বাড়ানো হবে, তা নিয়ে বিস্তারিত কোনো বিবৃতি দেননি বাইডেন। বাইডেন আরো বলেছেন, কাবুল এখন পুরোপুরি সন্ত্রাসবাদীদের দখলে। তালিবানরাই ঠিক করছে কারা সে দেশে থাকবে, আর কারা থাকবে না। পাশাপাশি তালিবানদের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন সেনাবাহিনীকে উদ্ধারকাজ চালাতে সাহায্য করেছে তালিবান। বিদেশি নাগরিকদের দেশ ছাড়তে সাহায্য করছে। মার্কিন দূতাবাস গুলি ফাঁকা করার ক্ষেত্রেও তালিবান সহযোগিতা করছে বলে জানিয়েছেন তিনি। তবে আফগানিস্থানে থাকাকালীন মার্কিন সেনাকে সাহায্য করেছিল যে সব আফগান নাগরিক তাদের জন্য উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। আফগানিস্তানেথেকে গেলে তালিবানদের প্রতিশোধের মুখে তাঁদের প্রাণের ঝুঁকি থেকে যাবে।

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version