কোভিড বিধি মেনে খুলল কামারপুকুরের রামকৃষ্ণ মঠ

দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলল কামারপুকুরের রামকৃষ্ণ মঠ (Ramkrisna Math)। কামারপুকুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ জানান, সম্পূর্ণ কোভিড (Covid) বিধি মেনে ভক্তদের মঠে ঢুকতে হবে। স্যানিটাইজারের (Sanitizer) ব্যবস্থা যেমন থাকবে। সকলকে মাস্ক পরে ঢুকতে হবে। মানতে শারীরিক দূরত্ববিধি। *সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত মঠের দরজা খোলা থাকবে*। মঠ খোলায় ভক্তদের পাশাপাশি খুশি সংলগ্ন অঞ্চলের ব্যবসায়ীরাও।

advt 19