Thursday, August 21, 2025

ফের একবার কেন্দ্রে বিজেপি সরকারকে(BJP govt) নিশানায় নিয়ে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার ৮ সদস্যের দিকে ছুড়ে দিলেন ৯টি প্রশ্ন। দাবি তুললেন মোদিজি অবিলম্বে প্রশ্নগুলির জবাব দিন।

শুক্রবার টুইটে ডেরেক ও’ব্রায়েন লেখেন, ‘প্রধানমন্ত্রী এবং ৮ মন্ত্রী কি আমার ৯টি প্রশ্নের জবাব দেবেন? বিজেপি সংসদকে নিয়ে ব্যঙ্গ করছে। কোনও উত্তর নেই। পালিয়ে যাওয়া ধরা পড়ে গিয়েছে।’ টুইটার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন তৃণমূল সাংসদ। যেখানে তিনি প্রশ্ন করেন, ‘সংসদে ওবিসি বিল পাসের সময় কেন প্রধানমন্ত্রী হাজির ছিলেন না? কেন চলতি বাদল অধিবেশনে সংসদের উভয়কক্ষে ৩৮ বিল পাস হল, যেখানে প্রতিটি বিল পাসের জন্য মাত্র ১০ মিনিট করে আলোচনার সময় দেওয়া হয়েছে? কেন দশটি বিলের মধ্যে মাত্র একটি বিলকে পার্লামেন্টরি কমিটিতে স্কুটিনির জন্য পাঠানো হয়েছে?’

শুধু তাই নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তোপ দাগতে ছাড়েননি ডেরেক। এক টুইটে তিনি লেখেন, ‘আমাদের দুর্দান্ত রিসার্চ টিম এই ভিডিয়োটি খুঁজে পেয়েছে। এক সপ্তাহ ধরে চেষ্টা করছি, তবুও প্রধানমন্ত্রী এবং তাঁর ৮ মন্ত্রীর থেকে কোনও উত্তর পেলাম না। বিজেপি সংসদকে অপমান করছে।’

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version