ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিকের হয়ে অনুশীলন শুরু সন্দেশ ঝিঙ্গানের

নতুন ক্লাব এইচএনকে সিবেনিকের(HNK Sibenik)হয়ে অনুশীলন শুরু করে দিলেন সন্দেশ ঝিঙ্গান( Sandesh Jhingan)। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট ও করেন তিনি। ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিকে গিয়ে উচ্ছসিত ভারতের এই তারকা ডিফেন্ডার।

এদিন স্প্যানিশ কোচ মারিও রোসাসের অধীনে ট্রেনিং শুরু করে দেন সন্দেশ। অনুশীলনে নামলেও, এখনই মাঠে নামা হচ্ছে না সন্দেশের। কারণ রেজিস্ট্রেশন ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত কিছু কাগজে-কলমে কাজ বাকি রয়েছে এখনও। সূত্রের খবর, সন্দেশের বিদেশি ক্লাবের হয় মাঠে নামতে সময় লাগবে আরও সপ্তাহখানেক। তবে তার আগে নিজেকে তেরি রাখতে মরিয়া ভারতীয় এই ফুটবলার।

এটিকে মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলার সিবেনিকের সঙ্গে চুক্তিবদ্ধ হন ২০২২ পযর্ন্ত । নতুন ক্লাবে যোগ দিয়ে সন্দেশ বলেন, ” সিবেনিকেই আদর্শ জায়গা নিজেকে আন্তর্জাতিক স্তরে পরখ করার।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস