Thursday, May 15, 2025

পুরবাজেটে বড় ঘোষণা ফিরহাদের: শহরে মিউটেশন ফি মকুব, তৈরি হবে নতুন জলপ্রকল্প

Date:

কলকাতার পুরবাজেটে বড় ঘোষণা করলেন মুখ্য পুরপ্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতা পুরসভা এলাকায় এবার থেকে মিউটেশন ফি লাগবে না। পাশাপাশি কলকাতাবাসীর পানীয় জল সমস্যার সমাধানে ২০০ কোটি টাকার এক প্রকল্প তৈরির কথা ঘোষণা করলেন ফিরহাদ হাকিম।

মিউটেশন ফি মকুব করে দেওয়ার ঘোষণা হয়েছিল আগেই। এবার মিউটেশন সংক্রান্ত আরও কয়েকটি ফি-তেও ছাড় দিল কলকাতা পুরসভা (KMC)। এতদিন মিউটেশন বাবদ ১০০ টাকা ও প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা দিতে হত। এই ২০০ টাকাও এবার থেকে আর লাগবে না।

পাশাপাশি শহরবাসীর পানীয় জলের সমস্যা মেটাতে গত বছরের তুলনায় এবার পুরবাজেটে ২১০ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে। বাজেটে এমনই ঘোষণা করেছেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এই ঘোষণার ফলে এবার থেকে মিউটেশন সংক্রান্ত ফি-তে আরও ছাড় পাবেন পুরবাসী। এতদিন মিউটেশন করাতে গেলে কিংবা সার্টিফিকেট তৈরি করতে যে ফি লাগত তাও আর দিতে হবে না। তবে মিউটেশন সার্টিফিকেটের প্রথম কপির জন্য টাকা না লাগলেও দ্বিতীয় কপি ক্ষেত্রে ফি দিতে হবে।

পুর বাজেটে শহরের নাগরিকদের জন্য এই ঘোষণার সঙ্গেই সংযোজিত এলাকা, যাদবপুর ও টালিগঞ্জের মানুষের জন্য আরও এক দফা স্বস্তির খবর শোনান তিনি। এই সব এলাকার পানীয় জলের জন্য বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হবে। আর এই কাজের জন্য অতিরিক্ত ২১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবারের পুরবাজেটে। আড়াই বছর আগে পুরসভার দায়িত্ব নেওয়ার সময় স্বয়ং মুখ্যমন্ত্রী এই এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর দিকে বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছিলেন। আর্থিক কারণে এতদিন তা কার্যকর করা সম্ভব না হলেও অবশেষে এবার তা হতে চলেছে।

এছাড়াও এবারের বাজেটে একাধিক সুযোগ-সুবিধা পেতে চলেছেন শহরবাসী। কিছুদিন আগেই বহুতলের ক্ষেত্রে কমপ্লিশন সার্টিফিকেট বা সিসি অসম্পূর্ণ থাকলেও এক দফা সুবিধা পেয়েছেন। পুরসভার সিদ্ধান্ত, ফ্ল্যাটের সমস্ত মালিক একসঙ্গে আবেদন জানালেই প্রোমোটার ছাড়াই ওই বহুতলের সিসি দেবে পুরনিগম। সেই সঙ্গে অনলাইনে বাড়ির মিউটেশন এবং রেজিস্ট্রেশনও শুরু করেছে কলকাতা পুরসভা। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন তিনি। চলতি অর্থবর্ষের বাজেটে শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়ন নিয়েও প্রয়োজনীয় বরাদ্দ করা হয়েছে। ফিরহাদ হাকিম বলেন, নির্বাচন কমিশন পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করার কারণেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। গত দু’বার ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হলেও এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করল কলকাতা পুরসভা। নির্বাচন যখনই হোক না কেন, পুরসভার কাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে বলেই জানান তিনি। কলকাতা পুরসভার সংশোধিত বাজেট ও আয়ব্যয় বরাদ্দ এদিন অনুমোদিত হয়। ১৬১ কোটি টাকার ঘাটতি রয়েছে বাজেটে। ২০২১-২২ অর্থবর্ষে আনুমানিক আয় ধরা হয়েছে ৪০৫০ কোটি টাকা। মোট ব্যয় ৪২২১ কোটি টাকা।

আরও পড়ুন- গ্রামবাংলাকে আরও পরিচ্ছন্ন ও নির্মল করে তুলতে এবার বর্জ্য-শোধন কেন্দ্র

 

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version