Sunday, August 24, 2025

করোনা আবহে দুর্গাপুজো কমিটিগুলিকে ফোরাম ফর দুর্গোৎসবের নির্দেশিকা

Date:

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। তবে করোনা মহামারী আবহে এবারও শারদ উৎসব উদযাপন করতে হবে আপামর বাঙালিকে। বারোয়ারি ও সার্বজনীন পুজো কমিটিগুলিকে ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশিকা দিয়েছে ফোরাম ফর দুর্গোত্‍সব। যার মধ্যে পুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত মানুষদের টিকাকরণের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।

গত বছর আদালতে আইনি লড়াইয়ের অভিজ্ঞতা থেকে এ বছর অনেক আগে থেকে সতর্ক ফোরাম ফর দুর্গোৎসব। প্রস্তুতির বিষয় নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, “পুজো সংগঠকদের নির্দেশিকায় বলা হয়েছে যথাসম্ভব খোলামেলা মণ্ডপ করতে হবে। যাতে বাইরে থেকে ঠাকুর দেখা যায়। টিকার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।”

আরও পড়ুন:আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করলেই প্রথমে পোলিও প্রতিষেধক নিতে হচ্ছে

এক নজরে পুজো কমিটিগুলিকে ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে যে নির্দেশিকা জানানো হয়েছে-

(১) রাতে অবাঞ্ছিত ভিড় নয়, সারাদিন ধরে যাতে মানুষকে ঠাকুর দেখতে উৎসাহিত করা যায়, সে ব্যবস্থা নিতে হবে।

(২) বিসর্জনের শোভাযাত্রায় যথাসম্ভব কম লোক নিয়ে যেতে হবে।

(৩) প্যান্ডেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে যথাসম্ভব দীর্ঘ করতে হবে, যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে।

(৪) দর্শকদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

(৫) ঠাকুরের ভোগে কাটা ফল দেওয়া যাবে না।

(৬) পুষ্পাঞ্জলি ও সন্ধিপুজোর মতো অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version