Friday, November 14, 2025

বাংলাজুড়ে চলছে ‘দুয়ারে সরকার’ শিবির। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে বেনজির উৎসাহ রাজ্যবাসীর৷ এবার শিবিরে আসা মহিলাদের ফর্মপূরণে সাহায্য করছেন স্থানীয় বিজেপি ও সিপিএম নেতা-কর্মীরা৷ শিবিরের কাছাকাছি আলাদা চেয়ার-টেবিল পেতে এই দুই দলের কর্মীরা রীতিমতো ব্যস্ত ফর্ম পূরণ করে দিতে৷ এমনই ছবি ধরা পড়েছে পশ্চিম বর্ধমানের পানাগড় এবং দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে৷ পানগড় বাজার জুনিয়র হাই স্কুলে বসেছে দুয়ারে সরকার শিবির৷

আরও পড়ুন-মমতার হাত ধরে বাংলায় স্বাস্থ্যক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য, বলছে মোদি সরকারের রিপোর্ট কার্ড!

সেখানে স্থানীয় মহিলাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ফর্মপূরণে স্কুলের পাশেই বসেছেন সিপিএমের কর্মীরা৷ মহিলাদের ফর্ম পূরণ করে দিচ্ছেন বাম নেতা-কর্মীরা। শিবিরে আসা এলাকার তৃণমূল শিবিরের বক্তব্য, ‘‘ভোটের সময় সিপিএম এই সব প্রকল্প নিয়ে তুমুল সমালোচনা করেছিল৷ এখন সম্বিত ফিরেছে৷’’ এই একই দৃশ্য দেখা গিয়েছে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডেও। মেদিনীপুর শহরের কর্নেলগোলায় নারায়ণ বিদ্যাভবন বালিকা বিদ্যালয়ে চলছে ওই শিবির। সেই শিবিরের বাইরে সাধারণ মানুষকে সাহায্য করতে সিপিএমের শাখা দফতরের বাইরে রয়েছেন সিপিএম নেতা-কর্মীরা। মহিলাদের ফর্ম পূরণ করে দিচ্ছেন বাম শিবিরের কর্মীরা।

আরও পড়ুন-তালিবান সরকারকে আন্তর্জাতিক দুনিয়ায় স্বীকৃতি দেওয়া উচিত নয়, মন্তব্য পপস্টার আরিয়ানা সইদের

পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে দেখা গিয়েছে একই ছবি৷ কুলতলি কুণ্ডুখালি বিশ্বনাথ বিদ্যালয়ের দুয়ারে সরকার শিবিরের পাশে বসেছেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা৷ ফর্মপূরণ করে দিতে তাঁরাও কাজে নেমেছেন৷ স্থানীয় বিজেপি-র বক্তব্য, ‘‘বিজেপি সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকে, এখানেও আছে।’’ এলাকার তৃণমূল কংগ্রেস বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল কটাক্ষের সুরে বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি জনস্বার্থযুক্ত, তা প্রমাণ হয়েছে সাধারণ মানুষের যোগদান দেখেই৷ বিজেপি এমনিতেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ অস্তিত্ব রাখতে ওরা শিবিরে এসেছে।’’

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version