Friday, August 22, 2025

দু’বছর পর আর্জেন্তিনার জাতীয় দলে পাওলো দিবালা, চোটের কারণে নেই সার্জিও আগুয়েরো

Date:

দু’বছর পর আর্জেন্টিনার ( Argentina)জাতীয় দলে ফিরলেন পাওলো দিবালা( Paulo Dybala)। সেপ্টেম্বরে বিশ্বকাপের তিনটি কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। সেই ম‍্যাচের বাছাই পর্বের জন্য লিওনেল স্কালোনি যে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন সেখানে নাম রয়েছে দিবালার। সার্জিও আগুয়েরোর জায়গায় দলে ডাক পেয়েছেন তিনি। চোটের কারণে আপাতত মাঠের বাইরে আগুয়েরো।

গত জুলাইয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জন্টিনা। দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জয়ের স্বাদ পেয়েছে মেসিরা। কোচ লিওনেল স্কালোনি কোপা দলের অধিকাংশ ফুটবলারকে এই দলে রেখেছেন। বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের জন্য নির্বাচিত দলে রয়েছেন লিওনেল মেসি, এমিলানো মার্টিনেজ ও কোপা ফাইনালে গোল করা অ্যাঞ্জেল ডি’মারিয়াও।

কাতার বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার সামনে রয়ছে তিনটি ম্যাচ। আগামী ৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্তিনা। ৬ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে তারা। এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি আর্জেন্টিনা।

 

এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্তিনার ৩০ জনের প্রাথমিক দল

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো ও জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, এরমান পেজ্জেলা, হুয়ান ফয়থ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি,লুকাস মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা ও নিকোলাস ট্যাগলিয়াফিকো।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, এক্সেকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রড্রিগেজ, নিকোলাস ডমিনগুয়েজ, জিওভান্নি লো চেলসো, আলেহান্দ্রো গোমেজ, আনহেল ডি মারিয়া।

ফরোয়ার্ড: আনহেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, হোয়াকুইন কোরেয়া, নিকোলাস গঞ্জালেস, এমিলিয়ানো বুয়েনদিয়া, লাওতারো মার্টিনেজ, লিওনেল মেসি ও পাওলো দিবালা।

আরও পড়ুন:চোটের কারণে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে নেই বজরং পুনিয়া

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version