Sunday, November 9, 2025

বাড়িতে মজুত রাখা বোমা বিস্ফোরণে উড়ে গেল টিনের চাল, ধৃত যুবক

Date:

বাড়িতে মজুত রাখা বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির টিনের চাল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার ২ নং বানজেটিয়ার বেলতলা এলাকায়। ঘটনায় আহত হন ওই বাড়ির বাসিন্দা পদ্মারাণি দাস (৬৭)। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। বোমার মশলা মজুত রাখার অভিযোগে গ্রেফতার হয় প্রৌঢ়ার ছেলে প্রবীর মণ্ডল। ওই বাড়ি থেকে সকেট বোমার খোল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার গভীররাতে বিকট শব্দ হয়। এলাকাবাসীরা এসে দেখেন প্রবীর মন্ডল নামে এক ব্যক্তির পুরনো বাড়ির ছাদ উড়ে গেছে। ঘরের আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে, চারিদিকে বারুদের ধোঁয়া। বিস্ফোরণের সময় পদ্মারানী ওই বাড়িতেই ঘুমচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটায় বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি ওই বৃদ্ধা। তাঁর চিৎকারেই ছুটে আসেন এলাকাবাসীরা। তখন বাড়ি কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জখম বৃদ্ধাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে খবর।

এদিকে, বিস্ফোরণের তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতের গতিবিধি জানতে এলাকাবাসীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন বাড়িতে মজুত ছিল বোমার মশলা? ধৃতের সঙ্গে কোনও দুষ্কৃতি দলের কি যোগাযোগ রয়েছে? এ প্রশ্নের অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। বিস্ফোরণের রহস্য উদঘাটনে ধৃতকে দফায় দফায় জেরা করছে পুলিশ।

আরও পড়ুন- জলপাইগুড়ি পুরসভার নতুন প্রশাসক বোর্ডের শপথগ্রহণ 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version