Thursday, August 28, 2025
হাতে ছিলো ব্যাট-বল। এখন স্বয়ংক্রিয় রাইফেল। ভাবা যায়! এক আফগান ক্রিকেটারের তালিবান নেতা হওয়ার গল্প।
আব্দুল্লাহ মাজারি। আফগানিস্তানে তালিবানি জঙ্গলরাজ শুরু হওয়ার মুখে খবরের শীর্ষে এই ক্রিকেটার। দেশের প্রাক্তন বাঁহাতি আর্থডক্স স্পিনার।
একটা চলতি প্রবাদ মাজারির ক্ষেত্রে যথাযথ। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়। বছরখানেক আগেও ছিলেন পেশাদার ক্রিকেটার।
দেশের কাগজে অবশ্য মাজারির ক্রিকেটার থেকে তালিবানি হওয়া নিয়ে বেশ কয়েকটি খবর হয়েছে। কারণ, মাজারির ফেসবুক পোস্ট। জন্মভূমিতে ইসলামিক শাসন ব্যবস্থা ফিরে আসবে — ফেসবুকে এমন  পোস্ট করার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। তারপর আরও বেশ কয়েকবার একই কারণে।
আশির দশকে আফগান মাজার ই শরিফে জন্ম। মাজারির ক্রিকেট ক্যারিয়ারের শুরু চলতি শতাব্দীর গোড়ায়। টানা কয়েক মরশুম খেলেছেন পাকিস্তানের কায়েদ এ আজম ট্রফিতে। প্রথম ও দ্বিতীয় স্তর শেষে শিয়ালকোটের হয়ে ২০০৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক এই বাঁহাতি অর্থডক্স স্পিনারের। সে বছরই ফেরেন জন্মভূমিতে। ২০১০-এ অভিষেক হয় আফগানিস্তানের হয়ে। কিন্তু  কেনিয়া সফরেই খেলে ফেলেন জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ। মাত্র দুটি ওয়ান ডে খেলে দুটি উইকেট। তবে ঘরোয়া ক্যারিয়ার খারাপ নয়।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ ম্যাচে ৬৪ উইকেট, লিস্ট এ’তে ১৯ ম্যাচে ২৬ উইকেট আর ১৩টি টি-২০ তে  ঝুলিতে ২৬ উইকেট। আছে, তিক্ত অভিজ্ঞতাও। ২০১৮ সালে আফগানিস্তানের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে এক ওভারে ৬ ছক্কা সহ ৩৭ রান দেন। শুধু তাই নয়, এই গত বছরেও স্প্যাগিজা ক্রিকেট লিগ খেলেছেন। পরে কোনও দল না পাওয়ায় পাকিস্তানে ফিরে যান মাজারি।
ইসলামাবাদে ফিরে শুরু করেন জমির ব্যবসা। এইসময় জড়িয়ে পড়েন তালিবানি রাজনীতিতে। ক্রিকেট মাঠে অল্প সফল  আব্দুল্লাহ মাজারি এখন তালিবানি নেতার পরিচয়ে বেশ খুশি।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version