Monday, August 25, 2025

স্বস্তির খবর! সম্ভবত অতিমারির শেষ ধাপে ভারত, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

ভারত (India) সম্ভবত নভেল করোনাভাইরাস অতিমারির শেষ ধাপে (Endemic) প্রবেশ করেছে বলে জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মুখ্য বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন (Dr. Soumya Swaminathan)।

প্রায় দু’বছর ধরে কোভিডের (Coronavirus) দাপটে ত্রস্ত ভারত। এ পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ৩৬৬। গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ৭৫৮ জনের। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ২২ হাজার ৩২৭ জন। এরই মধ্যে সম্ভবত অতিমারির শেষ ধাপে ভারত, এই খবর দেশবাসীকে খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে। এদিন হু’র মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান , ‘আমরা এন্ডেমিসিটির যে পর্যায়ে প্রবেশ করতে চলেছি সেখানে সংক্রমণের প্রভাব কম বা মাঝারি দেখা যাবে। বিগত দিনগুলির মতো তা আর লাফিয়ে লাফিয়ে বাড়বে না।’

আরও পড়ুন: UNESCO প্রকাশিত ঐতিহ্যশালী আন্তর্জাতিক উৎসবের তালিকায় বাংলার দুর্গাপুজো? আবেদন করছে নবান্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর মতে, যেকোনও মহামারির শেষ পর্যায়কে এন্ডেমিক পর্যায় বলা হয়। এই পর্যায়ে অতিমারীর ভয়াবহতা এবং তীব্রতা কমে। একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে তা সীমাবদ্ধ হয়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভারতের মতো বড় দেশে আক্রান্তের সংখ্যা যে একেবারে বাড়বে না তা বলা যায় না। আলাদা আলাদা জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতাও ভিন্ন হওয়ার কারণে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় সংক্রমণ বাড়তেই পারে। বিশেষত যে সব এলাকায় প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ছিল কম বা যে এলাকায় টিকাকরণ হয়েছে সীমিত, সেখানে আগামিদিনে সংক্রমণ বাড়তে পারে বলে মত সৌম্য স্বামীনাথনের।

একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী জানিয়ে দিয়েছেন, ২০২২-এর মধ্যেই অতিমারিকে অতীত করে  ভারত স্বাভাবিক দিনে ফিরে যেতে পারবে।

 

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version