Saturday, November 8, 2025

হামলার আশঙ্কার মধ্যে দেশ ছাড়ার হিড়িক, আজও ১৮০ জনকে দেশে ফেরাতে তৎপর দিল্লি

Date:

তালিবানরা আফগানিস্তান কব্জা করার পরই দেশ ছাড়ার হিড়িক পড়েছে। মঙ্গলবারই তালিবান মুখপাত্র জানিয়েছিলেন, কাবুল বিমানবন্দরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর অবশ্য জার্মান দূতের সঙ্গে আলোচনার মাধ্যমে ৩১ অগাস্ট পর্যন্ত আটকে থাকা নাগরিকদের অনান্য দেশে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালিবানরা। তাই উদ্ধারকার্যেও গতি এনেছে সমস্ত দেশ। বৃহস্পতিবারই আরও ১৮০ জনকে কাবুল থেকে দেশে ফেরানো হবে বলে খবর।

আরও পড়ুনঃ বৈধ কাগজ থাকলেই ৩১ অগাস্টের মধ্যে দেশ ছাড়তে পারবে আফগানরা,দাবি জার্মান দূতের

এদিকে আমেরিকার প্রতিরক্ষার মন্ত্রকের এক আধিকারিকের দাবি, কাবুল বিমানবন্দরে বড়সড় হামলা চালাতে পারে ইসলামিক স্টেট-খোরাসান (আইসিস-কে) জঙ্গিগোষ্ঠী। এই হামলার ঝুঁকি নিয়েও আটকে পড়া বাসিন্দাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেশে। ভারতের তরফে এ দিন প্রায় ১৮০ জনকে কাবুল থেকে একটি সামরিক বিমানে করে দেশে ফিরিয়ে আনারকথা রয়েছে। বৃহস্পতিবার সকালেই দিল্লিতে ১৮০জন যাত্রীকে নিয়ে বিমানটি অবতরণের কথা। বিমানটিতে ভারতীয় ছাড়াও হিন্দু ও শিখ আফগানকেও কাবুল থেকে উদ্ধার করে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত এখনও পর্যন্ত আফগানিস্তান থেকে প্রায় আটশোরও বেশি মানুষকে উদ্ধার করে ভারতে আনা হয়েছে। এরইমধ্যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ভিসার নতুন নিয়ম ও শর্ত চালু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ বার থেকে ই-ভিসা রয়েছে, এমন আফগান নাগরিকরাই কেবল ভারতে আসতে পারবেন। নতুন এই নিয়মে আফগানদের জন্য ভারতে আসা খানিকটা হলেও কষ্টসাধ্য হবে বলে মনে করা হচ্ছে।

কাবুল দখলের পর থেকেই হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও এয়ার ট্রাফিক কন্ট্রোল সামলাচ্ছে মার্কিন বাহিনী। তবে পরিস্থিত দিনদিন খারাপ হচ্ছে বলেই দাবি প্রেসিডেন্ট বাইডেনের। যে কোনও সময়ে  কোনও সন্ত্রাসবাদী সংগঠন হামলা চালাতে পারে। তাই যত দ্রুত উদ্ধারকার্য শেষ করে সকলকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, ততই ভাল বলে জানিয়েছেন বাইডেন।

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version