Sunday, November 9, 2025

শৈলেনের কাছে ৪ হাজার কোটির ধাতু!মানতে পারছেন না স্ত্রী পিয়ালি

Date:

কলকাতা এয়ারপোর্ট থানা এলাকায় নিউক্লিয়ার বোমা তৈরির উপকরণ ক্যালিফর্নিয়াম স্টোন (Californium)-সহ গ্রেফতার হয়েছেন হুগলির সিঙ্গুরের বাসিন্দা শৈলেন কর্মকার। পেশায় তিনি স্বর্ণশিল্পী।এই ঘটনায় গ্রেফতার হওয়া অন্যজনের বাড়ি হুগলির পোলবা থানার পাউনানে ৷ তাঁর নাম নাম অসিত ঘোষ ।দু’জনেরই পরিবারের লোকজন ভাবতেই পারছেন না যে কিভাবে এটা সম্ভব৷
একই মত ধৃতদের প্রতিবেশীদেরও ৷ পরিবার-প্রতিবেশীদের দাবি, তাঁদের ফাঁসানোও হতে পারে ৷শৈলেনের স্ত্রী পিয়ালি জানিয়েছেন, কোয়েম্বাটুরে সোনার কাজ করতেন শৈলেন । মায়ের পা ভেঙে যাওয়ায় দু’মাস আগে তিনি সিঙ্গুরের বাড়িতে ফিরে আসেন । তাঁর দাবি, তাঁর স্বামী এধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন না ।অত্যন্ত সাধাসিধে শৈলেন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন । শৈলেনের প্রতিবেশীরা এই ঘটনায় হতবাক । পাড়ায় ভাল ছেলে হিসাবে পরিচিত শৈলেন কী করে এমন কাণ্ডে জড়িয়ে পড়ল বুঝে উঠতে পারছেন না তাঁরা । শৈলেনের স্ত্রী বলেন, বুধবার সকালে বেরিয়ে ছিলেন আমি কিছু জানি না । কাল থেকে মোবাইল ফোন বন্ধ । খবরে জানতে পারি বিষয়টি । তাঁর স্বামীর কাছে ৪ হাজার কোটি টাকার ধাতু ছিল, বিশ্বাস করতে পারছেন না পিয়ালি ৷
যদিও তিনি অসিত কয়েক দিন ধরে শৈলেনের সঙ্গে দেখা করতে আসতেন বলে শৈলেনের স্ত্রী জানিয়েছেন । বৃহস্পতিবার সকালে শৈলেন কলকাতা যাচ্ছিলেন বলে বাড়ি থেকে বের হন । কিন্তু তারপর আর ঘরে ফেরেননি । সংবাদমাধ্যমের কাছ থেকে শৈলেনের গ্রেফতারের খবর জানতে পারে তাঁর পরিবার ।

আরও পড়ুন – পাকিস্তান আমাদের জন্মদাতা, ফলে ওটা দ্বিতীয় বাড়ি: খোলামেলা স্বীকারোক্তি তালিবানের
অসিতের বাড়িতে এদিন পোলবা থানার পুলিশ যায় । পুলিশকে অসিতের পরিবার জানিয়েছে, অসিত চাষবাস নিয়েই থাকতেন । সম্প্রতি জমি বেচাকেনার কাজে যুক্ত হন । এক সপ্তাহ আগে তারকেশ্বর যাচ্ছিলেন বলে বাড়ি থেকে বের হন । ফোনে ছেলের সঙ্গে কথা বলেন ৷ তবে এই ক’দিন বাড়ি ফেরেননি । গতকাল থেকে ফোন সুইচড অফ রয়েছে তাঁর । আজ পরিবার তাঁর গ্রেফতারের খবর জানতে পারেন ।

 

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version