Sunday, November 9, 2025

শৈলেনের কাছে ৪ হাজার কোটির ধাতু!মানতে পারছেন না স্ত্রী পিয়ালি

Date:

কলকাতা এয়ারপোর্ট থানা এলাকায় নিউক্লিয়ার বোমা তৈরির উপকরণ ক্যালিফর্নিয়াম স্টোন (Californium)-সহ গ্রেফতার হয়েছেন হুগলির সিঙ্গুরের বাসিন্দা শৈলেন কর্মকার। পেশায় তিনি স্বর্ণশিল্পী।এই ঘটনায় গ্রেফতার হওয়া অন্যজনের বাড়ি হুগলির পোলবা থানার পাউনানে ৷ তাঁর নাম নাম অসিত ঘোষ ।দু’জনেরই পরিবারের লোকজন ভাবতেই পারছেন না যে কিভাবে এটা সম্ভব৷
একই মত ধৃতদের প্রতিবেশীদেরও ৷ পরিবার-প্রতিবেশীদের দাবি, তাঁদের ফাঁসানোও হতে পারে ৷শৈলেনের স্ত্রী পিয়ালি জানিয়েছেন, কোয়েম্বাটুরে সোনার কাজ করতেন শৈলেন । মায়ের পা ভেঙে যাওয়ায় দু’মাস আগে তিনি সিঙ্গুরের বাড়িতে ফিরে আসেন । তাঁর দাবি, তাঁর স্বামী এধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন না ।অত্যন্ত সাধাসিধে শৈলেন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন । শৈলেনের প্রতিবেশীরা এই ঘটনায় হতবাক । পাড়ায় ভাল ছেলে হিসাবে পরিচিত শৈলেন কী করে এমন কাণ্ডে জড়িয়ে পড়ল বুঝে উঠতে পারছেন না তাঁরা । শৈলেনের স্ত্রী বলেন, বুধবার সকালে বেরিয়ে ছিলেন আমি কিছু জানি না । কাল থেকে মোবাইল ফোন বন্ধ । খবরে জানতে পারি বিষয়টি । তাঁর স্বামীর কাছে ৪ হাজার কোটি টাকার ধাতু ছিল, বিশ্বাস করতে পারছেন না পিয়ালি ৷
যদিও তিনি অসিত কয়েক দিন ধরে শৈলেনের সঙ্গে দেখা করতে আসতেন বলে শৈলেনের স্ত্রী জানিয়েছেন । বৃহস্পতিবার সকালে শৈলেন কলকাতা যাচ্ছিলেন বলে বাড়ি থেকে বের হন । কিন্তু তারপর আর ঘরে ফেরেননি । সংবাদমাধ্যমের কাছ থেকে শৈলেনের গ্রেফতারের খবর জানতে পারে তাঁর পরিবার ।

আরও পড়ুন – পাকিস্তান আমাদের জন্মদাতা, ফলে ওটা দ্বিতীয় বাড়ি: খোলামেলা স্বীকারোক্তি তালিবানের
অসিতের বাড়িতে এদিন পোলবা থানার পুলিশ যায় । পুলিশকে অসিতের পরিবার জানিয়েছে, অসিত চাষবাস নিয়েই থাকতেন । সম্প্রতি জমি বেচাকেনার কাজে যুক্ত হন । এক সপ্তাহ আগে তারকেশ্বর যাচ্ছিলেন বলে বাড়ি থেকে বের হন । ফোনে ছেলের সঙ্গে কথা বলেন ৷ তবে এই ক’দিন বাড়ি ফেরেননি । গতকাল থেকে ফোন সুইচড অফ রয়েছে তাঁর । আজ পরিবার তাঁর গ্রেফতারের খবর জানতে পারেন ।

 

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version