Wednesday, November 5, 2025

আফগানিস্তান থেকে লক্ষাধিক মানুষকে উদ্ধার করেছে আমেরিকা, দাবি হোয়াইট হাউসের

Date:

তালিবান দখলে যাওয়া আফগানিস্তান থেকে লক্ষাধিক মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে আমেরিকা। সেই তালিকায় মার্কিন নাগরিক ছাড়াও অনেক আফগান রয়েছেন। অন্য রাষ্ট্রের নাগরিকেরাও রয়েছেন। এমনই দাবি করল হোয়াইট হাউস।
শুক্রবার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে সেই তথ্য জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসনের সদর দফতর হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, গত ১৪ অগস্ট থেকে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৫ হাজার জনকে উদ্ধার করা হয়েছে। যাদের কাবুল থেকে অন্যত্র নিরাপদ স্থানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও  পড়ুন-  ত্রিপুরা: ছাত্রী নিগৃহে বিচার চেয়ে থানার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল কুণাল-শান্তনু
গত ১৫ অগস্ট কাবুলের দখল নেয় তালিবান। সেই সঙ্গে প্রায় সমগ্র আফগানিস্তানের দখল চলে যায় ওই জঙ্গিগোষ্ঠীর হাতে। তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে মার্কিন বিমান বাহিনী। ভারত বা অন্য দেশের বিমান বাহিনীও উদ্ধার কাজ জারি রেখেছে।

হোয়াইট হাউসের দেওয়া তথ্য অনুসারে, গত জুলাই মাসের শেষের দিক থেকে পরবর্তী এক মাস সময়ে ১ লক্ষ ১০ হাজার ৬০০ জনকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
যদিও চলতি সপ্তাহের বৃহস্পতিবার জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর চত্বর। সেই সময়েও জারি ছিল মার্কিন বিমানবাহিনীর উদ্ধার কাজ। গত ২৪ ঘণ্টা সময়ে প্রায় ১২ হাজার ৫০০ জনকে কাবুল থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি হোয়াইট হাউসের। মার্কিন সেনার ৩৫টি বিমানে প্রায় সাড়ে আট হাজার জনকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version