পাকিস্তান আমাদের জন্মদাতা, ফলে ওটা দ্বিতীয় বাড়ি: খোলামেলা স্বীকারোক্তি তালিবানের

আন্তর্জাতিক মহলের বারবার গুঞ্জন উঠেছে এত দ্রুত তালিবানের আফগানিস্তান(Afghanistan) দখলের পিছনে রয়েছে পাকিস্তানের(Pakistan) হাত। গুঞ্জন কাটিয়ে এবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল পাক-তালিবানের সম্পর্কের গভীরতা। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ(zabiulla mujahid) স্পষ্ট জানালেন, “পাকিস্তান আমাদের আরেকটা বাড়ি পাকিস্তানই তালিবানকে(taliban) জন্ম দিয়েছে।”

পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র বলেন, “পাকিস্তান অবস্থিত আফগানিস্তানের সীমান্তে। ধর্মীয় দিক থেকে দেখলে ঐতিহ্যগতভাবে আমরা এক। দুই দেশের মানুষের সম্পর্ক অত্যন্ত ভালো। তাই আমরা চাই পাকিস্তানের সঙ্গে আরও গভীর সম্পর্ক তৈরি হোক।” এর পাশাপাশি তালিবান মুখপাত্র বলে, “আফগানিস্তানকে নতুনভাবে গড়ে তুলতে ভারতসহ অন্যান্য দেশের সাহায্য চায় তালিবান। কিন্তু পাকিস্তানের বিষয়টা সম্পূর্ণ আলাদা ব্যবসা-বাণিজ্য থেকে সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে পাকিস্তানকে। সবেমাত্র একটা লড়াই শেষ করেছি আমরা। এবার সেই অধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পালা। সেই নতুন অধ্যায়ে সমস্ত দেশের সহায়তা চাই আমাদের।”

আরও পড়ুন:ভ্যাকসিন নিলে মাতৃদুগ্ধে বাড়ে অ্যান্টিবডি, গবেষণায় দাবি বিজ্ঞানিদের

উল্লেখ্য, তালিবান যখন আফগানিস্তান দখলের প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় পাকিস্তানের তরফে তালেবানকে সাহায্য করার গুরুতর অভিযোগ তুলেছিলেন তৎকালীন আফগান রাষ্ট্রপতি ঘানি। এরপর থেকে বারবার ইমরান খানের মুখে শোনা গিয়েছে তালিবানের প্রশংসা। এবার তালিবানের তরফে প্রকাশ্যে উষ্ণ ভালোবাসা জানানো হলো পাকিস্তানকে। একইসঙ্গে প্রকাশ্যে চলে এলো এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের যোগসাজশের গোপন ছবিটা।