করোনা টিকার(covid vaccine) রমরমা বাজারে এবার ময়দানে নেমে পড়ল মুকেশ আম্বানির(Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স(Reliance)। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে রিলায়েন্সের করোনা টিকা। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)-এর বিশেষজ্ঞ কমিটির অনুমোদন পাওয়ার পর শীঘ্রই দুটি ডোজের টিকার প্রথম পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল(clinical trial) শুরু করতে চলেছে রিলায়েন্স লাইফ সাইন্স। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ডিসিজিআইয়ের(DCGI) অনুমোদন পায়নি এই সংস্থা। তবে ডিসিজিআইয়ের বিশেষজ্ঞ কমিটির অনুমোদনের অর্থ পক্ষান্তরে ডিসিজিআইয়ের অনুমতি। অল্প কয়েকদিনের মধ্যে রিলায়েন্স এই অনুমোদন পেয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:৮ দফা দাবিতে ত্রিপুরায় বিশাল মিছিল তৃণমূলের, নেতৃত্বে কুণাল-শান্তনু

সে হিসেবে বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছর প্রথম তিন মাসের মধ্যেই বাজারে আসতে পারে রিলায়েন্স-এর নতুন টিকা। এক্ষেত্রে প্রথম পর্যায়ে প্রায় দু মাস বা ৫৮ দিনের ট্রায়াল চালানো হবে। ২০ থেকে ৮০ বছর বয়সিদের মধ্যে পরীক্ষা চালানো হবে। তার ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের অনুমতি দেওয়া হবে। দিল্লি, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তামলিনাড়ু সহ ১০টি জায়গায় পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। উল্লেখ্য, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওষুধ প্রস্তুতকারক শাখা হলো রিলায়েন্স লাইফ সাইন্স। বেশ কিছুদিন ধরেই করণা ভ্যাকসিন নিয়ে গবেষণা চালাচ্ছিল এই সংস্থা। গত বছর থেকে টিকা নিয়ে গবেষণা চালানোর পর অবশেষে ভ্যাকসিনের বাজারে নাম লেখাতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
