Sunday, November 9, 2025

কাবুল বিমানবন্দরে হামলাকারীদের ঘাঁটিতে ড্রোন হামলা পেন্টাগনের, নিহত মূল অভিযুক্ত

Date:

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামলাকারীদের হুঁশিয়ারি দিয়েছিল,”আমরা ক্ষমা করব না, এর মূল্য চোকাতে হবে”। কথামত সেই কাজ করেও দেখালেন বাইডেন। বিস্ফোরণের একদিন না পেরোতেই ইসলামিক স্টেট-খোরাসানের উপর হামলা চালাল মার্কিন ড্রোন। মার্কিন সেনার দাবি, কাবুল বিমানবন্দরে হামলাকারীদের মূল অভিযুক্ত নিহত হয়েছে।

আরও পড়ুন:‘ভোট পরবর্তী হিংসা’-র ঘটনার তদন্তে তদন্তে এখনও পর্যন্ত মোট ১১টি এফআইআর দায়ের সিবিআইয়ের  

আফগানিস্তানের মাটিতে এই ড্রোন হামলা নিয়ে আমেরিকার সেনার ক্যাপ্টেন বিল আর্বান বলেছেন, ‘‘আফগানিস্তানের নানগরহর প্রদেশে ড্রোন হামলা চালানো হয়েছে। মানবহীন এই অভিযানের প্রাথমিক ইঙ্গিতে মনে হচ্ছে মূল চক্রীর মৃত্যু হয়েছে। তবে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’’

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে ধারাবাহিক বিস্ফোরণে জখম হয়েছেন ১৫০-র বেশি মানুষ। মৃত্যু হয়েছে শতাধিকের। অসমর্থিত সূত্র বলছে, মৃত্যুর সংখ্যা ১৭০ ছাড়িয়েছে। এর মধ্যে ১৩ জন আমেরিকার সেনাও মৃত্যু হয়েছে।বিস্ফোরণের দায় স্বীকার করে ইসলামিক স্টেট-খোরাসান।এদিকে বিস্ফোরণের খবর শোনামাত্রই  ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করেন বাইডেন। বিষয়টি নিয়ে পেন্টাগনের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনার পর হাজির হন সাংবাদিক বৈঠকে। সেখানে তিনি বলেছিলেন, ‘‘যারা এই হামলা চালিয়েছে, যারা আমেরিকার ক্ষতি চায়, তাদের আমরা জানি। আমরা তাদের ক্ষমা করব না। আমরা তাদের ছাড়ব না। আমরা তোমাদের খুঁজে বের করব এবং এর মূল্য চোকাতেই হবে।’’তার এক দিন পেরতে না পেরতেই কাবুল বিস্ফোরণের মূল পাণ্ডাকে খতম করার দাবি করল আমেরিকার সেনা।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version