Saturday, November 15, 2025

‘অসমে রেড কার্পেটে দিদিকে স্বাগত’, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sharma) এই মন্তব্যের কড়া জবাব দিল তৃণমূল। হিমন্তকে কটাক্ষ করে তৃণমূলের বক্তব্য, অসম এবং ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে প্রবল প্রতিপক্ষ হিসাবে উঠে আসতে দেখে আতঙ্কে এসব কথা বলছেন হিমন্ত। তিনি বুঝতে পারছেন, অসমেও তাঁদের দিন ফুরিয়ে আসছে।

পার্টির সক্রিয় কর্মী ও প্রাক্তন বিধায়কের মৃত্যুর পর তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে রবিবার শিলিগুড়ির লেকটাউনে আসেন হিমন্ত। সেখানেই মন্তব্য করেন, ‘দিদির যা ভোটব্যাঙ্ক তাতে দিদি অসমে এলে কংগ্রেসের ভোটই ভাগাভাগী হবে। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় যতই ত্রিপুরা-অসম যাবেন বিজেপির জন্য সেটি লাভের সঙ্কেত।’ হিমন্তর সঙ্গে অসমের বিজেপি রাজ্য সভাপতি ও দলের অন্য কর্মীরাও ছিলেন। হিমন্তর মন্তব্যের জবাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বলা হয়েছে, ভয় পেয়ে গিয়ে হিমন্ত এমন উল্টোপাল্টা বকছেন।

আরও পড়ুন- দলের জমি বিক্রি! শাস্তির মুখে পড়তে চলেছেন সিপিএমের রবীন রাই?

একদিকে ত্রিপুরায় বিজেপি সরকার তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের ওপর হামলা ও সন্ত্রাস চালাচ্ছে। ওরা বুঝে ফেলেছে যে, ওদের ক্ষমতায় থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। উনি যে ভোটভাগের কথা বলছেন, সেই ভোট ভাগাভাগির কোনো প্রশ্নই নেই। অসম ও ত্রিপুরায় ভোট ভাগাভাগি নয়, লড়াই সরাসরি হবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। বিজেপিকে কীভাবে শিক্ষা দেওয়া যায়, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তা দেখিয়ে দিয়েছে। উনি যে অঙ্কের কথা বলছেন, সেই অঙ্ক তাই কোনওদিনই মিলবে না।

 

Related articles

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version