Monday, May 5, 2025

আজ মঙ্গলবার ৩১ অগাস্ট রাজ্যের পেট্রল পাম্পগুলিতে (petrol pump) তেল বেচাকেনা বন্ধ রাখা হয়েছে । ফলে আজ রাজ্যজুড়ে গাড়ির জ্বালানি পাওয়া যাবে না । ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত তিন দফা দাবিতে ‘নো সেল, নো পারচেস,’ (no sale no purchase day) দিবস হিসেবে এই দিনটি পালন করা হবে। জানা গিয়েছে তিনটি কারণে আজ পেট্রল-ডিজেল কেনাকাটা বন্ধ থাকছে। প্রথমত, তেল কোম্পানিগুলির দেওয়া পেট্রলের মধ্যে ইথালনের মাত্রা বেশি থাকছে। ফলে ট্যাঙ্কের মধ্যে থাকা জলের সঙ্গে পেট্রল মিশে যাচ্ছে। আর সেই কারণে ক্রেতারা পেট্রোল পাম্পে এসে বারবার অভিযোগ করছেন পেট্রলে জল মেশানো হচ্ছে। বর্ষায় জোলো- স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এই সমস্যা আরও বেড়েছে। তাই তেল কোম্পানিগুলিকে ইথালনের মাত্রা সঠিক রাখতে হবে। দ্বিতীয়ত, পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ পেট্রলের পরিমাপ ঠিক থাকছে না। তাই এখন থেকে ফ্লো মিটারে পেট্রল দিতে হবে। এছাড়া পাম্প মালিকদের তেল বিক্রির কমিশন বাড়ানোর দাবিও করেছেন পেট্রল পাম্পের মালিকরা। এই তিন দফা দাবি না মেটাতেই একদিন পেট্রোল পাম্পে বেচাকেনা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেওয়া হয়েছে ফলে চলতি সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে প্রায় ২৫০০ পেট্রল পাম্প বন্ধ থাকছে । স্বাভাবিকভাবেই তেলের জোগানে টান দেখা দেবে। যদিও সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে জরুরী পরিষেবার জন্য জোগান ঠিক রাখা হয়েছে।

advt 19

Related articles

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা, দ্রুত সত্য সামনে আসবে: মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা হয়েছে মুর্শিদাবাদে (Murshibad)। ধর্মীয় নেতা সেজে অনেকে ঘুরে বেড়িয়েছেন। উস্কানি দিয়েছেন। সোমবার, মুর্শিদাবাদ পৌঁছে...

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সহ অধিনায়ক হবেন না জসপ্রীত বুমরাহ

আগামী ২০ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু করবে ভারত। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট...

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version