Thursday, May 15, 2025

মানুষ চাইছে তৃণমূলকে, বিজেপির বিদায় সময়ের অপেক্ষা: ত্রিপুরার বললেন ব্রাত্য

Date:

২৩-এর নির্বাচনকে পাখির চোখ করে ত্রিপুরার রাজনৈতিক জমি শক্ত করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। আর সেই লক্ষ্যে বুধবার ত্রিপুরা সফরে গিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ প্রতিমা মণ্ডল। পাশাপাশি ত্রিপুরায় একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন সদ্য তৃণমূলে যোগদান দেওয়া সুস্মিতা দেব। এদিন ত্রিপুরার মাটিতে পা রেখেই কড়া ভাষায় বিজেপিতে আক্রমণও শানালেন ব্রাত্য বসু।

আগরতলা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন ব্রাত্য বসু(Bratya Basu) বলেন, “আমাদের নেতারা এখন থেকে নিয়মিত ত্রিপুরায় আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee) আসবেন ত্রিপুরাতে(Tripura)। ত্রিপুরার মানুষ দেখছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে উন্নয়ন করেছেন। স্বাস্থ্যসাথী কন্যাশ্রীর মতো প্রকল্প গুলির সুবিধা ত্রিপুরার মানুষ দেখছে এবং তারা চায় ত্রিপুরাতে ঐ সকল প্রকল্প চালু হোক।” পাশাপাশি বিজেপি প্রসঙ্গে তিনি বলেন, “গত সাড়ে তিন বছরে কোন উন্নয়ন করেনি বিজেপি। রাজ্যে জনসমর্থন হারিয়েছে তাই তৃণমূলকে দেখে তারা এখন ভয় পাচ্ছে।” এছাড়াও তিনি জানান, “বিজেপিতে অনেক ভালো মানুষ রয়েছেন, যারা বিজেপিতে অপশাসনে বিরক্ত। তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা পর্ব চালাচ্ছি বাকিটা দেখুন কি হয়। খেলা শুরু হয়ে গিয়েছে। বিজেপি বিদায় সময়ের অপেক্ষা।”

আরও পড়ুন:পুলিশের ভূমিকা নিয়ে ধনকড়ের কটাক্ষের মোক্ষম জবাব মমতার

অন্যদিকে, আগরতলায় পা রেখে এদিন প্রতিমা মণ্ডল জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে উন্নয়ন করেছেন তার জন্য বাংলার মানুষ দুহাতে আশীর্বাদ করেছে তাঁকে। তৃতীয়বারের জন্য ফের বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। বাংলার জনমুখি প্রকল্প গুলি ত্রিপুরা দেখছে তাই ত্রিপুরার মানুষ মমতাকে চাইছেন। ত্রিপুরার মানুষের ডাক পেয়েই আজ তৃণমূল ত্রিপুরাতে পা রেখেছে। এখানকার মানুষের সাহায্য নিয়েই শক্তিশালী সরকার গড়বো আমরা।”

 

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version