Saturday, November 8, 2025

ভুয়ো ভ্যাকসিন এবং করোনার ওষুধের কালোবাজারি তদন্তে মহানগরজুড়ে ইডির তল্লাশি

Date:

ভুয়ো ভ্যাকসিন (Fake Vaccine Case) এবং করোনা (medicines of corona treatment) চিকিৎসার বিভিন্ন জীবনদায়ী ওষুধের কালোবাজারি (Black Marketing of life saving meficines) মামলায় বুধবার কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করল ইডি (Enforcement Directorate)। ইডি সূত্রে জানা গিয়েছে তদন্তকারী অফিসাররা কয়েকটি দলে ভাগ হয়ে মহানগরের একাধিক এলাকায় যেমন হালতু, চ্যাপেল রোড, আলিপুর-সহ মোট দশটি জায়গায় ইতিমধ্যেই তল্লাসি অভিযান শুরু করেছে। ইডি সূত্রে জানা গিয়েছে মূলত দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিনকাণ্ড এবং (fake vaccines case of Debanjan Deb), অক্সিজেন ও রেমডেসিভরের কালোবাজারি (oxygen and remdesivir black marketing) কাণ্ডের তদন্তের প্রয়োজনই এই তল্লাশি চালানো হচ্ছে । দেবাঞ্জন দেব কাণ্ডে এটাই প্রথম তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। এদিন মহিলা সিআরপিএফ দলকে সঙ্গে নিয়ে আলিপুরের আবাসনে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দল। হালতুর যে এলাকায় দেবাঞ্জনকাণ্ডের সূত্রপাত সেখানকার একটি আবাসন ও অফিসেও ইডি অভিযান চালায়। ১১৮/এ শরৎ ঘোষ রোডে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের বাড়িতেও তল্লাসি অভিযান চালাচ্ছে ইডি।

কোভিড এর বিভিন্ন ওষুধের কালোবাজারি, আর্থিক তছরুপ ও ভুয়ো ভ্যাকসিন মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মোট ছটি মামলা দায়ের করেছে ইডি। এদের মধ্যে দেবাঞ্জন কাণ্ডই সবথেকে গুরুত্বপূর্ণ বলে জানা গিয়েছে । কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যৌথভাবে তার বিরুদ্ধে তদন্ত করছে। দেবাঞ্জন বর্তমানে পুলিস হেফাজতে রয়েছে । অভিযুক্ত দেবাঞ্জন কীভাবে ভুয়ো টিকাকরণ চালাত , আর কারা কারা এর সঙ্গে যুক্ত, সে সবকিছু খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version