Monday, May 5, 2025

ফাঁস হল মার্কিন প্রেসিডেন্ট বাইডেন-পদত্যাগী আফগান প্রেসিডেন্ট ঘানির কথোপকথন, কী বলছিলেন তাঁরা?

Date:

ফাঁস হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পলাতক- পদত্যাগী আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির কথোপকথন। ফাঁস হয়েছে টেলিফোনের কথোপকথন। রয়টার্স সূত্রে খবর, তালিবান জঙ্গি গোষ্ঠী আফগানিস্তান দখলের কিছুদিন আগে জো বাইডেন ও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির মধ্যে এই ফোনালাপ হয়। জানা গিয়েছে, প্রায় ১৪ মিনিট দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কথাবার্তা হয়। সেখানে তাঁরা কাবুলের নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে সামরিক সহযোগিতা, সমস্তরকম রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেন। তবে আলোচনায় কোনও মতেই মনে হয়নি মার্কিন প্রেসিডেন্ট সেনা প্রত্যাহার করবেন কিংবা আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়ে যাবার মতো অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন-বাংলায় তৈরি হতে চলেছে উন্নতমানের টেবল টেনিস অ্যাকাডেমি, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সূত্রের খবর, ঘটনাটি গত ২৩ জুলাইয়ের। রয়টার্স সেই ফোনালাপের একটি কপি হাতে পেয়েছিল। পরে তার অডিও রেকর্ডিং শুনে ঘটনার সত্যতা যাচাই করে নেয়। রয়টার্সের দাবি, পদত্যাগী আফগান প্রেসিডেন্ট ঘানিকে বাইডেন বলেছিলেন, যদি যুদ্ধে আফগান সেনা তালিবানের কাছে হেরে যাওয়ার পরিস্থিতিতে পৌঁছেও যায়, দেশের মানুষকে তা যেন ঘুণাক্ষরেও টের পেতে না দেওয়া হয়। দেশের মানুষকে সেই সত্যিটা কোনওভাবেই বলা যাবে না। তাদের এই আশ্বাস দিয়ে যেতে হবে যে আফগান সেনা এই যুদ্ধে জিতছে। আফগান জনতাকে এও বোঝাতে হবে যে আমেরিকা তাঁদের সাহায্যের জন্য রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও এই ধারণা জিইয়ে রাখতে হবে বলে ঘানিকে পরামর্শ দেন বাইডেন। এমনকী বলেন, যদি প্রয়োজনে হয় এই কথা তাঁর সরকার যেন সাংবাদিক বৈঠক করে হলেও বলে।

রয়টার্স জানিয়েছে, ঘানি সেই সময় বেশ কিছু সাহায্য চেয়েছিলেন। তালিবানকে রুখতে আমেরিকার বিমানবাহিনীকে এগিয়ে আসার অনুরোধ করেছিলেন তিনি। আফগান সেনার জন্য আর্থিক সাহায্যও চান তৎকালীন আফগান প্রেসিডেন্ট। বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাহায্য করবে আমেরিকা। প্রয়োজনে দেশবাসীকে অন্যত্র সরিয়ে তালিবানদের বিরুদ্ধে তাঁরা লড়বেন। আফগান বাহিনীর প্রশংসা করে বাইডেন বলেছিলেন মার্কিন প্রশিক্ষণপ্রাপ্ত আফগান সেনা তালিবানদের নিশ্চিতভাবেই রুখে দেবে।

আরও পড়ুন-খাবার দিতে দেরি হওয়ায় রেস্তোরাঁর মালিককে খুন ডেলিভারি এজেন্টের, গ্রেফতার ৩

কিন্তু আচমকা আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় এবং ১৫ অগাস্ট আফগানিস্তান দখল করে নেয় তালিবান। মঙ্গলবার আমেরিকার শেষ যুদ্ধবিমানটিও সেই দেশ ছেড়েছে। এখন এই ফোনালাপ প্রকাশ্যে আসার পর প্রত্যাশিতভাবেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া।

 

Related articles

Petrol Diesel price: একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

à§« মে (সোমবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকা à¦¦à¦¿à¦²à§à¦²à¦¿à¦¤à§‡ লিটার প্রতি...

Gold Silver Price: এবার কমের দিকে সোনার দাম

সোমবার à§« মে, ২০২৫ à§§ গ্রাম       ১০ গ্রামপাকা সোনার বাট     ৯৩৯০ ₹             ৯৩৯০০ ₹খুচরো পাকা সোনা   ৯৪৪০...

তন্দুরি নিয়ে রুটি রক্তারক্তি! বিয়ে বাড়ির আনন্দ উধাও ২ তরুণের মৃত্যুতে

বিয়ে বাড়ির আনন্দ। দেদার খাওয়া-দাওয়া। আর শেষ পর্যন্ত সেটাই কাল হল। তন্দুরি রুটি নিয়ে ঝামেলায় মৃত্যু হল দুই...

মোহনবাগান সুপারজায়ান্টকে ট্রান্সফার ব্যানের শাস্তি ফিফার

বড়সড় সমস্যায় মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। নতুন মরসুমে দল গোছানোর আগেই মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) ওপর ট্রান্সফার ব্যানের(Transfer Ban) সিদ্ধান্ত ফিফার(Fifa)। অ্যাকাডেমিক...
Exit mobile version