Thursday, November 13, 2025

বাংলার পিচে তৃণমূলের বাউন্সার, “উইকেট” বাঁচাতে দিশাহীন শুভেন্দু ছুটছেন বনগাঁয়

Date:

বাংলার পিচে তৃণমূলের (TMC) ভয়ঙ্কর বাউন্সারে একের পর এক উইকেট পড়ছে বিজেপির (BJP)। ২৪ ঘন্টার মধ্যে দলের দুই বিধায়কের উইকেট পড়ায় সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। বিষ্ণুপুরের (Bishnupur) তন্ময় ঘোষের (Tonmoy Ghosh) পর বাগদার (Bagda) বিশ্বজিৎ দাস (Biswojit Das)। শিবির বদলের জেরে বনগাঁয় (Bongao)-সহ গোটা উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) দলে ভাঙনের আশঙ্কায় ঘুম ছুটেছে বিজেপি নেতৃত্বের। “৭৭” থেকে কমতে কমতে বিজেপি এখন কার্যত “৭২”। আর বিশ্বজিৎ দাস তো দল বদলেই হুঙ্কার দিয়েছেন, গোটা জেলায় আর দাঁড়াতে দেবেন না বিজেপিকে।

দলবদলের স্রোত আটকাতে ড্যামেজ কন্ট্রোলে তড়িঘড়ি রাজ্যের সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে আলোচনা করে আজ, বুধবার বনগাঁ সাংগঠনিক জেলায় ছুটে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিজেপি সূত্রে জানা গিয়েছিল, নেতা-কর্মীদের মন বুঝতে আজ ১ সেপ্টেম্বর উত্তরবঙ্গে (North Bengal) পৌঁছাবেন শুভেন্দু অধিকারী। সেখানে বৈঠক করবেন ২৯ জন দলীয় বিধায়কের সঙ্গে। কিন্তু বিশ্বজিতের ঘাসফুল শিবিরে ব্যাক শুভেন্দুর সব পরিকল্পনা ওলট-পালট করে দিয়েছে। এখন তাই সফরসূচি বদল করছেন শুভেন্দু অধিকারী। যাচ্ছেন উত্তর চব্বিশ পরগণায়।

এদিকে, বিশ্বজিৎ দাস ও তন্ময় ঘোষকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। এক সপ্তাহের মধ্যে নিজেদের ”অবস্থান” ও দলত্যাগের কারণ দর্শানোর কথা বলা হয়েছে সেই চিঠিতে।

দিলীপ ঝেড়ে ফেলতে চাইছেন এই দুই বিধায়ককে। বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি শোনা যাচ্ছে তাঁর মুখে। এদিন ইকো পার্কে প্রাতভ্রমণে বেড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলত্যাগীদের সম্পর্কে
বলেন, “এরা বিজেপির নেতা ছিলেন না। দলের টিকিট পেয়ে জিতেছিলেন। এদের বিরুদ্ধে দলবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আদালতের দারস্থ দল হবে।”

আরও পড়ুন:শিল্পায়নের বার্তা: পানাগড়ে আজ পলিফিল্ম কারখানার শিলান্যাস মুখ্যমন্ত্রীর

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version