Friday, November 14, 2025

বিশ্বভারতী : উপাচার্যর দাবি বাড়িতে খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না, তিন বেলা খাবার পাঠিয়ে দিলেন পড়ুয়ারা 

Date:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (visvabharati university) উপাচার্য -শিক্ষার্থী টানাপোড়েন এখনো অব্যাহত । উপাচার্যের দাবি ছাত্রছাত্রীরা তার বাড়িতে খাবার , বাজার এমনকী কাজের লোক পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। অন্যদিকে পড়ুয়ারা জানিয়েছেন বাড়ির গেটের নিচে দিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ ডিনার (Breakfast, lunch & dinner) তিন বেলার খাবারই পাঠিয়ে দেওয়া হচ্ছে। পড়ুয়া এবং উপাচার্য দুপক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড় । পড়ুয়াদের দাবি না মানা হলে তারা বিক্ষোভ আন্দোলন থেকে সরে দাঁড়াতে রাজি নয় । অন্যদিকে উপাচার্য সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলন না তুললে পড়ুয়াদের সঙ্গে কোনো রকম কথা বলতে রাজি নন তিনি। বিশ্বভারতীর অচলাবস্থা এখনো কাটেনি।

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ((Bidyut Chackrabarty) বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। বিশ্বভারতীর অচলাবস্থার বিবরণ দিয়েছেন । তাঁকে ঘেরাও করে রাখা হয়েছে। তাঁর বাড়িতে খাবার দিতে দেওয়া হচ্ছে না। এমনকী কাজের লোকদেরও বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে তাঁকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।এদিকে ছাত্র-ছাত্রীদের দাবি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সর্বত্র অভিযোগ করে বলছেন যে, তাঁর বাড়িতে কোনও রকম খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না। পড়ুয়াদের দাবি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত পড়ুয়ারা জানিয়েছেন তারা নিজেরাই, উপাচার্যের বাড়িতে রোজ তিন বেলা খাবার পৌঁছে দেবার ব্যবস্থা করেছে বুধবার সকালে উপাচার্যের বাসভবন পূর্বিতার সামনের গেটের তলা দিয়ে ডিম কলা পাউরুটিপৌঁছে দিয়েছেন ছাত্রছাত্রীরা। ছাত্রআন্দোলনকে কলুষিত করার জন্য এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে সকলকে ভুল পথে চালিত করার চেষ্টায় করছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এমনটাই দাবি আন্দোলনরত বিশ্বভারতীর শিক্ষার্থীদের।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version