Wednesday, December 24, 2025

ঘোর বর্ষায় শীতের সবজি মূলো চাষ করে তাক লাগালেন ধুপগুড়ির কৃষকরা

Date:

Share post:

বর্ষায় ধুপগুড়িতে মূলো চাষ করে তাক লাগিয়ে দিলেন ধূপগুড়ির গাদং-২ নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শালবাড়ীর জলপাইগুড়ি অরগানিক এগ্রো ফার্মাস ক্লাবের কৃষকরা। মূলত মূলো ধূপগুড়ি ব্লকে শীতের সময় চাষ হয়। বর্ষায় দার্জিলিং, সিকিম, শিলং এলাকায় মূলোর চাষ হয়ে থাকে। তাই বর্ষার সময় ধূপগুড়ি সহ ডুয়ার্সে মূলোর দাম এবং চাহিদা দুই-ই থাকে। জানা গেছে, মূলোর প্রায় ৪৫ থেকে ৬০ টাকার মতো দাম থাকে। তাই এই ফার্মাস ক্লাবের কৃষকরা, ভাবে বর্ষার সময় ধূপগুড়িতে মূলো চাষ করলে কেমন হয়। অবশেষে কৃষি দফতরের পরামর্শে তারা বর্ষার সময় মূলোর চাষ করা শুরু করেন। জানা গেছে, শীতের সময় যেভাবে মূলো চাষ করা হয় বর্ষার সময় তেমন করে মূলোর চাষ করা যায় না। তখন টেনেলের মধ্যে মূলো চাষ করতে হয়। তবে খরচ পরিমান অনেকটা বেশি হলেও লাভের মুখ দেখতে পান কৃষকরা। এই ফার্মাস ক্লাবের কৃষকদের কথায়, এলাকার চাষিদের উৎসাহিত করতে এবং পরীক্ষামূলকভাবে এবছর প্রথম বর্ষায় মূলো চাষ করা হলো। তাতে লাভ মিলছে। এবং এলাকার কৃষকরা এই চাষ দেখে উৎসাহিত হয়েছে। এই ফার্মাস ক্লাবের সদস্য, গৌতম সরকার বলেন, আসলে বর্ষার সময় টানেল তৈরি করে মূলোর চাষ করা হয়। এই চাষের সঙ্গে যুক্ত প্রয়োজনীয় সামগ্রী কিনতে বেশি খরচ হয়। প্রায় এক বিঘা জমিতে চাষ করতে আনুমানিক খরচ পরে এক লাখের কাছাকাছি। তবে এই সিজনে বাজারে মূলোর অনেক বেশি চাহিদা থাকায় লাভের মুখ দেখতে অসুবিধা হয়না কৃষকদের। অপর কৃষক সত্যনন্দ্র নাথ রায় সবাইকে একটু একটু করে বর্ষায় সময় মূলো চাষ করার পরামর্শ দেন। এই সময়ে অল্প পরিমাণ জমিতে এই ধরনের চাষ করার পরামর্শ দেন। যাতে কৃষকরা বুঝতে পারে এই সময়ে মূলো চাষে কতটা লাভের আশা করা যায়। আর একজন কৃষক দিনবন্ধু রায় বলেন, তবে বর্ষায় মূলো চাষ করলে ধসা রোগের আক্রান্ত হওয়ার খুবেই সম্ভবনা দেখা দেয়। তবে ঠিক সময় জৈব কীটনাশক প্রয়োগ করলে তা থেকে মুক্তি পাওয়া যায়, এই বিষয়ে পারামর্শ দিয়ে আমাদের সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে ধূপগুড়ি ব্লক সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন।

advt 19

 

spot_img

Related articles

এসআইআরের নথি সংশোধন মামলায় বড় নির্দেশ আদালতের

বঙ্গে SIR আবহে ভোটার তালিকা সংশোধনে ব্যবহৃত নথি সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে (ECI) বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট...

ফের চারপেয়ের এন্ড্রোস্কোপি! পিকলের পেট থেকে স্কচবাইট বের করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

গোল্ডির পেট থেকে বেরিয়ে ছিল সেফটিপিন। এবার পিকল-এর পেট থেকে এন্ড্রোস্কোপি (Endoscopy) করে বের করা হল স্কচবাইট। পূর্ব...

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ আরোহীর

নিয়ন্ত্রণে হারিয়ে কন্টেনারে ধাক্কা! বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে ধাক্কা মারে এক চারচাকা গাড়ি (Car Accident)। আর তারপরেই...

প্রায় ৫ হাজার শিল্পীকে নিয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা-লোকসংস্কৃতি উৎসব ২০২৫: ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

প্রতিবারের মতো শীতের চাদর গায়ে জড়িয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। সঙ্গে লোকসংস্কৃতি উৎসব ২০২৫। বুধবার হল 'কার্টেন...