Thursday, November 13, 2025

বিদ্যুতের অভাবে যোগদান প্রক্রিয়া ব্যাহত ত্রিপুরায়, বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল

Date:

পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার ত্রিপুরার(Tripura) আগরতলায় দশরথ অডিটরিয়ামে যোগদান কর্মসূচি ছিল তৃণমূলের(TMC)। যেখানে সুস্মিতা দেব(Sushmita Dev) ব্রাত্য বসুদের(Bratya Basu) হাত ধরে অন্যান্য দল থেকে বহু নেতা-কর্মী সমর্থকের তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল। যদিও এই কর্মসূচি ব্যহত হলো বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার জেরে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত যোগদান কর্মসূচী শুরু করা সম্ভব হয়নি। এই ঘটনায় বিজেপির(BJP) বিরুদ্ধে ষড়যন্ত্রের আঙুল তুলেছে তৃণমূল।

রাজের তৃতীয় বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর তৃণমূলের লক্ষ্য এখন ত্রিপুরা। আর সেই লক্ষ্যে জোর কদমে শুরু হয়েছে তোড়জোড়। নিয়ম করে প্রতিদিন কলকাতা থেকে ত্রিপুরা সফর করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। বর্তমানে ত্রিপুরাতে সংগঠনের কাজে রয়েছেন সুস্মিতা দেব, ব্রাত্য বসু। শুক্রবার তাদের হাত ধরেই বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদানের কর্মসূচি ছিল। তবে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার জেরে সে কর্মসূচি শুরু করা যায়নি। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ করা হয়েছে, অনুষ্ঠান বানচাল করতে পরিকল্পনামাফিক বিজেপি বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে।

আরও পড়ুন:জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বড়সড় দুর্নীতির অভিযোগ, ৬ রাজ্যে তল্লাশি সিবিআইয়ের

উল্লেখ্য, ত্রিপুরাতে তৃণমূলকে ঠেকাতে হামলা ও মামলা কর্মসূচি জারি রেখেছে শুরু থেকেই। একেবারে শুরুতে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা চালিয়েছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের। এরপর একে একে ত্রিপুরাতে বিজেপি হামলার শিকার হয়েছেন বহু শীর্ষ তৃণমূল নেতৃত্ব। নানান ভাবে তৃণমূলের কর্মসূচি আটকানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিজেপি। বেশিরভাগ ক্ষেত্রেই হামলার পন্থা নেওয়া হচ্ছে। এবার যোগদান কর্মসূচী আটকাতে বিদ্যুৎ সংযোগ কাটলো বিজেপি।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version