এবার থেকে পড়ুয়াদের বাড়িতে পাঠানো হবে হোমওয়ার্ক? কীভাবে

করোনা অতিমারির কারণে বন্ধ স্কুল। সেই কারণে এবার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনতে মূল্যায়ন ভিত্তিক হোমওয়ার্ক চালু করার পরিকল্পনা শিক্ষা দফতরের।

সূত্রের খবর, শুধুমাত্র নবম এবং দশম শ্রেণীর জন্য এমন পরিকল্পনা রয়েছে। শিক্ষা দফতর মনে করছে যতদিন না স্কুল খুলছে এভাবেই চলুক। জানা গিয়েছে, মিড ডে মিলের সঙ্গে পড়ুয়াদের বাড়িতে পাঠানো হবে হোমওয়ার্ক। তারা তা করে আবার স্কুলে ফেরত পাঠাবে। শিক্ষকরা সেটা মূল্যায়ন করে নম্বর দেবেন।

আরও পড়ুন: সেই কৌশিক চন্দই এবার হাইকোর্টের বিচারপতি! অভিষেকের টুইটে তীব্র কটাক্ষ

করোনা বিধি মেনে কীভাবে ক্লাস চালু করা সম্ভব, আপাতত সেই বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। সে ক্ষেত্রে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালুর কথা প্রাথমিকভাবে করা হলেও ধাপে ধাপে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস এর কথাও ভাবছে রাজ্য সরকার।